ডায়মন্ডহারবারে সিপিএম থেকে ২০০ জন তৃণমূলে যোগদান

ডায়মন্ডহারবারে সিপিএম থেকে ২০০ জন তৃণমূলে যোগদান


ডায়মন্ডহারবারে সরিষাহাট ২৪৬ মোড়ে যুব তৃণমূলের প্রতিবাদ সভায় ২০০ জন সিপিএমের কর্মী সমর্থক যোগদান করছে তৃণমূলে।তাদের দলীয় পতাকা তুলে দিচ্ছে তৃণমূলের ব্লক সভাপতি অরুময় গায়েন, যুব তৃণমূলের সভাপতি মেহবুব রহমান গায়েন।ছবি নিজস্ব চিত্র।


নিজস্ব প্রতিনিধি।মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার থানার সরিষাহাট ২৪৬ মোড়ে ডায়মন্ডহারবার-২ ব্লক যুব তৃণমূলের ডাকে কেন্দ্রীয় সরকারের সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের মূল্য বৃদ্ধি,ব্যাঙ্কের টাকা লুঠ,সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানো,কংগ্রেস ও সিপিএমের কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে এক প্রতিবাদ সভার আয়োজন হয়।এ দিনের সভায় উপস্থিত ছিলেন ডায়মন্ডহারবার-২ ব্লকের সভাপতি তৃণমূলের অরুময় গায়েন, যুব তৃণমূলের সভাপতি মেহবুব রহমান, গায়েন,তৃণমূলের কৃষান সেলের কার্যকারি সভাপতি বিষ্টু চাঁপাদার প্রমূখ।এদিনের পথ সভায় ডায়মন্ডহারবার-২ ব্লক সভাপতি তৃণমূলের অরুময় গায়েন বলেন সিপিএমের ছাত্র নেতা আজিমুদ্দিন সেখের নেতৃত্বে ২০০ জন সিপিএম কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেন।তাদের দলীয় পতাকা তুলে দেওয়া হয়েছে এবং দলের সংগঠনের হয়ে কাজ করতে বলা হয়েছে।তিনি আরও বলেন কেন্দ্র বিজেপি সরকারের ব্যর্থতায় যে ভাবে রান্নার গ্যাস,কেরোসিন তেল,সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের মূল্য বৃদ্ধি হচ্ছে তার প্রতিবাদ জানাচ্ছি।যুব তৃণমূলের ব্লক সভাপতি মেহবুব রহমান গায়েন বলেন কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে আর্থিক ভাবে বঞ্চিত করছে বাংলা কে।আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।একটি রাজনৈতিক দল সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার চেষ্টা করছে।দাঙ্গা ছড়ানোর চেষ্টা করছে।তা কখনও হবে না।যেহেতু বাংলার মানুষ  রাজনৈতিক সচেতন মানুষ।আর সিপিএম কংগ্রেস যত কুৎসা অপপ্রচার করছে ততই  এরা বাংলা তথা ভারতবর্ষে সাইনবোর্ডে পরিনত হচ্ছে।এদের এখন দূরবীন দিয়ে দেখতে হবে।তিনি আরও বলেন ৩৪ বছরের বাম সরকারের পরিবর্তন ঘটে বাংলার মানুষের আর্শীবাদে।আর মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা বাংলা জুড়ে উন্নয়নের কর্মযঞ্জ চলছে যা বাংলার মানুষ চোখে দেখতে পারছে।আগামী পঞ্চায়েত নির্বাচনে উন্নয়ন কে মানুষ আশীর্বাদ করবে।এছাড়া এ দিন পাথর প্রতিমা ব্লক তৃণমূলের ডাকে প্রতিবাদ সভার আয়োজন হয়।রান্নার গ্যাসের দামের বৃদ্ধির প্রতিবাদে কয়েক হাজার মহিলা তৃণমূল কর্মী মিছিল করে প্রতিবাদ জানায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন