ডায়মন্ডহারবার রায়চকে তৃণমূলের কর্মী সভা

ডায়মন্ডহারবার রায়চকে তৃণমূলের কর্মী সভা 

ডায়মন্ডহারবার-২ ব্লকের রায়চকের তৃণমূলের কর্মী সভায় বক্তব্য রাখছে ডায়মন্ডহারবার-২ ব্লক সভাপতি তৃণমূলের অরুময় গায়েন।ছবি - নিজস্ব চিত্র।



নিজস্ব প্রতিনিধি|ডায়মন্ডহারবার|রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার-২ ব্লকের রায়চকের ডেকরেটস অ্যাসোসিয়েশন হলে জেলা তৃণমূল কংগ্রেসের এস সি এস টি ও বি সি সেলের উদ্যোগে পঞ্চায়েত রাজ রাজনৈতিক বর্দ্ধিত কর্মী সভার আয়োজন হয়।এদিনের কর্মী সভায় উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের এসসি এসটি ওবিসি সেলের সভাপতি সুনীল কুমার মণ্ডল, সম্পাদক গোপাল চন্দ্র মাঝি, জেলা সভাপতি বাপন নস্কর, স্থানীয় বিধায়ক দীপক হালদার, ডায়মন্ডহারবার-২ ব্লক সভাপতি তৃণমূলের অরুময় গায়েন প্রমূখ।কর্মী সভায় রাজ্য তৃণমূলের এসসি এসটি ওবিসি সেলের সভাপতি সুনীল কুমার মণ্ডল বলেন এক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।প্রতিটি বুথে বুথে সংগঠন কে আরও মজবুত করতে করে তুলতে হবে।

দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সরকারি প্রকল্প গুলি মানুষের বাড়ি বাড়ি গিয়ে তুলে ধরুন।সবুজসাথি, খাদ্য সাথী,কন্যাশ্রী, সুফল বাংলা,গীতাঞ্জলি, সবলা,মুক্তির আলো,শিক্ষাশ্রী, যুবশ্রী,লোকপ্রসার প্রমূখ প্রকল্পগুলির সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে ও যাবে সেই সম্পর্কে ভোটারদের কাছে তুলে ধরুন।তিনি আরও বলেন ত্রিপুরা ছায়া বাংলায় লাগবে না।এ রাজ্যের মানুষ রাজনৈতিক সচেতন।আগামী পঞ্চায়েত নির্বাচনে বাংলার মানুষের আর্শীবাদে সর্বত্র ঘাস ফুল ফুটবে।ডায়মন্ডহারবার-২  ব্লক সভাপতি তৃণমূলের অরুময় গায়েন বলে আগামী গ্রাম পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সবকটি আসনে তৃণমূলের প্রার্থীরা জয়ী হবে বলে আমি আশাবাদী।দলনেত্রীর আদর্শ কে সামনে রেখে মানুষ কে সঙ্গে নিয়ে মানুষের আরও বেশি করে উন্নয়নের কাজ করতে হবে।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা বাংলা জুড়ে উন্নয়নের কর্মযঞ্জ চলছে যা বাংলার মানুষ চোখে দেখতে পারছে।বিধায়ক দীপক হালদার বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্যোগে ডায়মন্ডহারবারে মহিলা বিশ্ববিদ্যালয় চালু হয়েছে।ডায়মন্ডহারবার মেডিক্যাল কলেজের কাজ চলছে দ্রুত গতিতে।খুব শীঘ্রই চালু হবে এই কলেজ।ফলে মহিলাদেল উচ্চ শিক্ষা ও মেডিক্যাল নিয়ে পড়াশুনায় উপকৃত হবে হাজার হাজার ছাত্র ছাত্রীরা।মা মাটি মানুষের সরকারের উদ্যোগে স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা, সেচ,কৃষি, বিদ্যুৎ, পানীয় জল,রাস্তাঘাট প্রমুখ উন্নয়নমূলক কাজ হচ্ছে।যা মানুষ চোখে দেখতে পাচ্ছে।এ দিনের কর্মী সভায় ভীড় ছিল চোখে পড়ার মতন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন