মসজিদবাটী বড় কাছারি মন্দিরে পুজো দিয়ে তৃণমূলের বিজয় উৎসব
নিজস্ব প্রতিনিধি | দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের মসজিদবাটী গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের নির্বাচিত জয়ী প্রার্থীরা বড় কাছারি মন্দিরে পুজো দিয়ে বিজয় উৎসব পালন করলো বুধবার সকালে।সম্প্রতির বার্তা দিয়ে শুরু হল পথ চলা।এদিন সর্ব ধর্মের মেল বন্ধনে মাতলো প্রায় ১০ হাজার মানুষ।এবারে পঞ্চায়েত নির্বাচনে মসজিদবাটী গ্রাম পঞ্চায়েত ১২ টি গ্রাম পঞ্চায়েত আসনে ১০ টি তৃণমূল,২ টি বিজেপি প্রার্থী জয়ী হয়।
এদিন তৃণমূলের জয়ী প্রার্থী গৌড় সরদার,আরতি সরদার,মামনি হালদার,অর্পনা মন্ডল,বুলু মন্ডল,বিলাস সরদার,সুলতা সরকার মন্ডল,শান্তিলতা সরদার গায়েন,শ্যামল পাইক,রুপালি দাস প্রমুখরা বলেন এ জয় মা মাটি মানুষের জয় মসজিদবাটী মানুষের জয়।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা বাংলা জুড়ে উন্নয়নের কর্মযঞ্জ চলছে।আর সেই উন্নয়ন মূলক কাজ কে সামনে রেখে এবারের নির্বাচনে মানুষ আমাদের দুহাত তুলে আর্শীবাদ করে।মানুষ কে সঙ্গে নিয়ে আর বেশী করে উন্নয়নমূলক কাজ করা হবে।বিশেষ করে ঘরে ঘরে পানীয় জল,বিদ্যুৎ,সেচ,কৃষি,স্বাস্থ্য, শিক্ষা প্রমূখ উন্নয়নমূলক কাজে জোর দেওয়া হবে।
নিজস্ব প্রতিনিধি | দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের মসজিদবাটী গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের নির্বাচিত জয়ী প্রার্থীরা বড় কাছারি মন্দিরে পুজো দিয়ে বিজয় উৎসব পালন করলো বুধবার সকালে।সম্প্রতির বার্তা দিয়ে শুরু হল পথ চলা।এদিন সর্ব ধর্মের মেল বন্ধনে মাতলো প্রায় ১০ হাজার মানুষ।এবারে পঞ্চায়েত নির্বাচনে মসজিদবাটী গ্রাম পঞ্চায়েত ১২ টি গ্রাম পঞ্চায়েত আসনে ১০ টি তৃণমূল,২ টি বিজেপি প্রার্থী জয়ী হয়।
এদিন তৃণমূলের জয়ী প্রার্থী গৌড় সরদার,আরতি সরদার,মামনি হালদার,অর্পনা মন্ডল,বুলু মন্ডল,বিলাস সরদার,সুলতা সরকার মন্ডল,শান্তিলতা সরদার গায়েন,শ্যামল পাইক,রুপালি দাস প্রমুখরা বলেন এ জয় মা মাটি মানুষের জয় মসজিদবাটী মানুষের জয়।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা বাংলা জুড়ে উন্নয়নের কর্মযঞ্জ চলছে।আর সেই উন্নয়ন মূলক কাজ কে সামনে রেখে এবারের নির্বাচনে মানুষ আমাদের দুহাত তুলে আর্শীবাদ করে।মানুষ কে সঙ্গে নিয়ে আর বেশী করে উন্নয়নমূলক কাজ করা হবে।বিশেষ করে ঘরে ঘরে পানীয় জল,বিদ্যুৎ,সেচ,কৃষি,স্বাস্থ্য, শিক্ষা প্রমূখ উন্নয়নমূলক কাজে জোর দেওয়া হবে।