ধোলাহাটে ধানকলে আগুন
ঢোলাহাট|শনিবার দুপুরে একটি ধানকলে হঠাৎই আগুন লেগে গেলে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ধানকলটি। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার চুনফুলি গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে চুনফুলি গ্রামের বাসিন্দা মহাসেন খানের একটি
ধানকল আছে।এদিন দুপুরে হঠাৎই আগুন লেগে যায়। স্থানীয় মানুষজন আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তারা খবর দেয় ঢোলাহাট থানায়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।
ধানকল আছে।এদিন দুপুরে হঠাৎই আগুন লেগে যায়। স্থানীয় মানুষজন আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তারা খবর দেয় ঢোলাহাট থানায়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয় বাসিন্দা ও পুলিশের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে প্রায় এক ঘন্টায়। তবে এ বিষয়ে মহাসেনে খান থানায় অভিযোগ দায়ের করে।তার অভিযোগ কেউ শক্রতা করে এবং হিংসা করে এই কাজ করেছে।এদিকে অভিযোগ পেয়ে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।পুলিশ জানান একটি ধানকলে আগুন লেগে যায় হঠাৎই।আগুন নিভিয়ে ফেলা হয়েছে গ্রামবাসীদের সহ যোগিতায়।খড়ের ছাউনি ছিল ধানকলটির।এ বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে।তবে কি ভাবে আগুন লাগল সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।