অষ্টমীর রাতে বাসন্তীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বেপরোয়া গতির বলি ১ জখম ৪
নুরসেলিম লস্কর , বাসন্তী : শারদীয়ার অষ্টমীর রাতে বাসন্তী হাইওয়ে তে ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা। মঙ্গলবার গভীর রাত্রে দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী ব্লকের আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের কলঘর মোড় সংলগ্ন বাসন্তী হাইওয়ের উপরে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, এদিন আনুমানিক রাত ১১টা ৫০ মিনিট নাগাদ মুখোমুখি ধাক্কা খায় দুটি মোটরবাইক। সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে, ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয় এবং আরও চারজন গুরুতরভাবে জখম হন।
আর বাসন্তী হাইওয়ে তে দিনের পর দিন পথ দুর্ঘটনা বাড়তে থাকায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই রাস্তায় বেপরোয়া গতিতে বাইক চালানো নিত্যদিনের ঘটনা। নিয়মিত পুলিশি নজরদারি ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় প্রায়শই দুর্ঘটনা ঘটছে। এক স্থানীয় বাসিন্দা বলেন, “প্রতিদিন এই রাস্তায় স্কুল-কলেজ পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ যাতায়াত করেন। অতিরিক্ত গতির কারণে ভয়াবহ দুর্ঘটনা প্রায় রোজ শোনা যায়। পুলিশ যদি কড়া ব্যবস্থা নিত, তাহলে হয়তো এ ধরনের প্রাণহানি রোধ করা যেত।” আর এই দুর্ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত রনি নস্করের পরিবারেও নেমে এসেছে অঘটনের কালো ছায়া। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অতিরিক্ত গতি এবং অসাবধানতাই এই ভয়াবহ দুর্ঘটনার মূল কারণ।