স্বামীর সামনে স্ত্রী কে নির্যাতন,শ্লীলতাহানী

স্বামীর সামনে স্ত্রী কে নির্যাতন,শ্লীলতাহানী


ক্যানিং|শনিবার সন্ধ্যায় স্বামীর সামনে স্ত্রী কে শ্লীলতাহানী নির্যাতন।আর তাই দেখে স্বামী স্ত্রী কে বাঁচাতে গেলে অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে জখম হয়।স্বামী ও স্ত্রী।জখম স্বামী ও স্ত্রীর নাম ষষ্ঠী হালদার ও মাধবী হালদার।বর্তমানে তারা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার কালি মন্দির এলাকায়।

মুক্তির পথে 
দেখুন ট্রেলার  ক্লিক করুন
https://youtu.be/pmJX-yWGKzg

স্থানীয় সূত্রে জানা গিয়েছে উত্তর অঙ্গতবেড়িয়ার কালি মন্দির গ্রামের বাসিন্দা ষষ্ঠী হালদার।তার স্ত্রী মাধবী হালদার ও ছয় বছরের একমাত্র  পুত্র সন্তান কে নিয়ে তার সংসার।বেশ কিছু দিন আগে একটি রান্না ঘর তৈরি করা কে কেন্দ্র করে বিবাদ শুরু হয় প্রতিবেশী কিরন হালদার ও শম্ভু হালদারের সঙ্গে।আর এই রান্না ঘরের কাঠের উনুনের ধোঁয়া ষষ্ঠী হালদারের ঘরে ঢুকে গিয়ে অসুস্থ হয়ে পড়ছিল ষষ্ঠী একমাত্র ছয় বছরের ছেলে।আর এরই প্রতিবাদ করলে বিবাদ শুরু হয় কিরন ও শম্ভু হালদারের সঙ্গে।এদিন সন্ধ্যায় মাধবী হালদার বাপের বাড়ি থেকে এসে ঘরে ঢুকলে তার উপর চড়াও হয় কিরন হালদার ও শম্ভু হালদার।মাধবী হালদার কে মারধর ও শ্লীলতাহানী করে অভিযোগ।আর সেই সময় মাধবীর স্বামী স্ত্রী কে বাঁচাতে গেলে অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে মাথায় অঘাত করে ষষ্ঠী ও মাধবী কে।স্থানীয় মানুষজন বিষয়টি দেখতে পেয়ে এগিয়ে এসে জখম দুজন কে উদ্ধার করে ক্যানিং হাসপাতালে ভর্ত্তি করে।সেখানে তাদের চিকিৎসা চলছে।এ বিষয়ে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করে।অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে।অভিযুক্তরা পলাতক।তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ।এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন