পাথর প্রতিমা বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু পান চাষীর
পাথর প্রতিমা|বৃহস্পতিরবার সকালে পানের বোরজে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হয় এক পান চাষীর। মৃত পান চাষীর নাম খোকন মন্ডল (৩২)। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার ব্লকের কিশোরীনগর গ্রামে।স্থানীয় সূত্রে জানা যায় গিয়েছে কিশোরীনগর গ্রামের বাসিন্দা পান চাষী খোকন মন্ডলের বাড়ির কাছাকাছি তার একটা পানের বোরজ রয়েছে। বাড়ি থেকে পানের বোরজ অবধি তার দিয়ে ইলেকট্রিকের লাইন টেনেছিল পান চাষী খোকন। এদিন সকালে পান চাষী পানের বোরজে গিয়ে একটি লোহার রোডে হাত দিলে হঠাৎ বিদ্যুৎপৃষ্ট হয়।পান চাষী খোকনের চিৎকারে তাঁর বোন অঞ্জলি ছুটে গিয়ে বঁটি দিয়ে ইলেকট্রিকের তার কেটে দিলে পান চাষী খোকন ছিটকে পড়ে যায় মাটিতে।স্থানীয় মানুষজন দেখতে পেয়ে জখম পান চাষী খোকন কে সঙ্গে সঙ্গে মাধবনগর হাসপাতালে নিয়ে যায়।সেখানে চিকিৎসাকরা খোকন মন্ডলকে বলে ঘোষনা করে। এই ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।পুলিশ জানান বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এক পান চাষীর মৃত্যু হয়।দেহটি উদ্ধার করা হয়েছে।বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।