ডায়মন্ডহারবারে মন্দিরে চুরি
ডায়মন্ডহারবার|শুক্রবার সকালে মন্দিরের পুরোহিত মন্দিরে পুজো দিতে এসে দেখে কালি মন্দিরের গ্রীলের দরজার তালা ও ঠাকুরের ঘরের দলজার তালা ভেঙে কয়েক লক্ষ টাকা জিনিসপত্র ও মন্দিরের প্রনামীর টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪পরগনার ডায়মন্ডহারবার থানার মাধবপুর এবাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে ডায়মন্ডহারবার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মাধবপুর এলাকায় একটি কালি মন্দির আছে।
এলাকার মানুষজন শাস্ত্রীয় মতে পুজো আর্চনা করে।ভক্তরা ভক্তি ভাবে প্রনামী থেকে শুরু করে ঠাকুরের সোনা রুপ জিনিসপত্র দান করে থাকে।এদিন সকালে কালি মন্দিরের পুরোহিত সুব্রত চক্রবর্তী প্রতিদিনের মতন এদিন পুজো দিতে এলে দেখে মন্দিরের গ্রীলের দরজার তালা ও ঠাকুর ঘরের দরজার তালা ভাঙা।সে সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজন কে ডাকে।তারা বিষয়টি দেখে সঙ্গে সঙ্গে থানায় খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।পুরোহিত সুব্রত চক্রবর্তী বলেন মন্দিরের কালি ঠাকুরের সোনা ও রুপোর বিগ্বহ,শনি ঠাকুরের রুপোর মুকুট,কৃষ্ণের রুপোর বাঁশী,প্রনামী টাকা দুষ্কৃতীরা চুরি করে চম্পট দেয়।মন্দিরের গ্রীলের দরজার তালা ও ঠাকুর ঘরের দরজার তালা ভেঙে ঢোকে দুষ্কৃতীরা।এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।পুলিশ জানান একটি মন্দিরে চুরি হয়ে যাওয়ার বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে।বিষয়টি নিয়ে পূর্ণ তদন্ত শুরু হয়েছে।এ দিকে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।