ক্যানিং এ বিশ্ব মানব পাচার বিরোধী দিবস
নিজস্ব প্রতিনিধি।ক্যানিং| সোমবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং থানার উদ্যোগে ক্যানিং-১ বিডিও অফিস প্রাঙ্গন থেকে থানা মোড় পর্যন্ত বিশ্ব মানব পাচার বিরোধী দিবস উপলক্ষে একটি রালির আয়োজন হয়।রালিতে উপস্থিত ছিলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনারের চেয়্যারপার্সন অন্যানা চক্রবর্তী, বিট্রিশ ডেপুটি কমিশনার ব্রুশ ভকলেন,এসডিপিও দেবী দয়াল কুন্ডু,বিডিও নীলাদ্রি শেখর দে প্রমুখ।এদিন ক্যানিং-১ বিডিও অফিস ভবনে নারী ও শিশু সুরক্ষা বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে।এ বিষয়ে সাধারণ মানুষজনকে সচেতন করে তোলা হয়।