লুথিয়ান দ্বীপে ট্রলার ডুবি নিখোঁজ ৩ জন মৎস্যজীবী, ৫ জন মৎস্যজীবী দেহ উদ্ধার
ট্রলারের মধ্যে থেকে ৫ জন মৎস্যজীবীর দেহ উদ্ধার করে পুলিশ।
নিজস্ব প্রতিনিধি|ফ্রেজারগঞ্জ|মঙ্গলবার রাতে প্রাকৃতিক দুর্যোগে সমুদ্রের ঢেউয়ের তোড়ে এফ বি পারমিতা মাছের ট্রলারটি ডুবে গেলে নিখোঁজ হয় ৮ জন মৎস্যজীবী।
ট্রলারটি খোঁজ মিললে ট্রলারের মধ্যে থেকে ৫ জন মৎস্যজীবীর দেহ উদ্ধার করে পুলিশ।এখনও নিখোঁজ ৩ জন মৎস্যজীবী। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার লুথিয়ান দ্বীপ এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে হারউড পয়েন্ট কোস্টাল থানার কালীনগর,পশ্চিম গঙ্গাধরপুর,কৈলাশনগর গ্রামের বাসিন্দা মৎস্যজীবি রাজু দাস,ইন্দ্রজিৎ দাস,অনিল দাস,রঘু দাস,মনোলাল দাস,তপন দাস সহ আরও ১২ জন মৎস্যজীবী এফ বি পারমিতা ট্রলারে করে গত ৩১ জুলাই মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে পাড়ি দেয়।রাতে মাঝ সমুদ্রে মাছ ধরার সময় হঠাৎই প্রাকৃতিক দুর্যোগে সমুদ্র উতাল পাতাল হতে থাকে।
উদ্ধার হল ডুবে যাওয়া পারমিতা ট্রলারটি।
সমুদ্রের জলের ঢেউয়ের তোড়ে পারমিতা ট্রলারটি ডুবে যায়।সেই সময় আশপাশের ট্রলারের মৎস্যজীবীরা বিষয়টি দেখতে পেয়ে ১০ জন মৎস্যজীবী কে উদ্ধার করে বাকী ৮ জন মৎস্যজীবী নিখোঁজ হয়ে যায় জলের টানে।নিখোঁজ দের মধ্যে ৫ জন মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়।তবে এখনও নিখোঁজ ৩ জন মৎস্যজীবী। কাকদ্বীপ ফিসার ম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেনপ্রাকৃতিক দুর্যোগে সমুদ্রের ঢেউয়ের তোড়ে এফ বি পারমিতা ট্রলারটি ডুবে যায় লুথিয়ান দ্বীপ এলাকায়।আশপাশের ট্রলারের মৎস্যজীবীরা ১০ জন মৎস্যজীবী কে উদ্ধার করে। ৮ জন মৎস্যজীবী নিখোঁজ হয়।তার মধ্যে ৫ জন মৎস্যজীবীর দেহ উদ্ধার হয় ট্রলারের মধ্যে থেকে।এখনও পর্যন্ত ৩ জন মৎস্যজীবী নিখোঁজ। ট্রলারে ১৮ জন ছিল।বিষয়টি বিভাগীয় দফতরের জানানো হয়েছে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য।
উদ্ধার কাজে নামল উপকূলরক্ষী বাহিনী।
এ দিকে খবর পেয়ে কোষ্টাল থানার পুলিশ তল্লাশি শুরু করেছে নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজে।তবে এখনওপর্যন্ত ৩ জন নিখোঁজ মৎস্যজীবীর খোঁজ পাওয়া যায়নি।পুলিশ জানান লুথিয়ান দ্বীপে মাঝ সমুদ্রে মাছ ধরার সময় একটি মাছের ট্রলার ডুবে গেলে বেশ কয়েকজন মৎস্যজীবী নিখোঁজ হয় এমন ধরনের খবর পাওয়া গেছে।নিখোঁজদের খোঁজে জলে পথে চিরুনী তল্লাশি চলছে।৫ জন মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়েছে।বাকীদের খোঁজ চলছে।