ফ্রেজারগঞ্জ|বুধবার সন্ধ্যার মুখে সমুদ্রে ফ্রেজারগঞ্জকোষ্টাল থানার পুলিশ চিরুনি তল্লাশি চালানোর সময় ডুবে যাওয়া ট্রলারের এক মৎস্যজীবীর দেহ উদ্ধার করে পুলিশ।মৃত মৎস্যজীবীর নাম মুক্তিপদ করন (৫৯)।সে ডুবে যাওয়া মালেরশ্বর ট্রলারে ছিল।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ থানার লাটেরচড় এলাকায়।উল্লেখ্য গত ১৬ জুলাই রাতে বঙ্গোপসাগরে ফ্রেজারগঞ্জের খাড়ি ও কেঁদো দ্বীপের দক্ষিণ হঠাৎই প্রাকৃতিক দুর্যোগে সমুদ্রের ঢেউয়ের তোড়ে ৩ টি মাছ ধরার ট্রলার ডুবে গেলে নিখোঁজ হয় ঘনশ্যাম পাত্র,ভক্তি বিশ্বাস, শক্তিপদ করন,গোবিন্দ দাস,সন্তোস দোলুই সহ আরও ১৪ জন মৎস্যজীবী।ডুবে যাওয়া ট্রলার গুলির নাম এফ বি জয়কৃষান,শিবানী ও মালেরশ্বর।মৃত মৎস্যজীবীর বাড়ি নামখানার হরিপুর গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে কাকদ্বীপ মহকুমা বাসিন্দা মৎস্যজীবী মুক্তিপদ করন, ঘনশ্যাম পাত্র, ভক্তি বিশ্বাস, শক্তিপদ করন,গোবিন্দ দাস, সন্তোষ দোলুই সহ আরও ৩৩ জন মৎস্যজীবী এফ ভি জয়কৃষান, এফ বি শিবানী ও এফ বি মালেরশ্বর ট্রলারে করে গত ১৪ জুলাই মাঝ সমুদ্রে মাছ ধরতে যায়।
ট্রলার ডুবির নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা ও মৃত মৎস্যজীবীর পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়ে।
এর মধ্যে এফ বি শিবানী ট্রলারে ১৭ জন মৎস্যজীবী, এফ বি জয়কৃষান ট্রলারে ১৬ জন মৎস্যজীবী, এফ বি মালেরশ্বর ট্রলারে ১১ জন মৎস্যজীবী গত ১৬ জুলাই রাতে বঙ্গোপসাগরে ফ্রেজারগঞ্জের খাড়ি ও কেঁদো দ্বীপ দক্ষিণ এলাকায় জোয়ারে মাছ ধরছিল।হঠাৎই প্রাকৃতিক দুর্যোগের কারণে সমুদ্রের জোয়ারের টানে সমুদ্র উতাল পাতল হতে থাকে।সমুদ্রের ঢেউয়ের তোড়ে ৩ টি ট্রলার ডুবে যায়।নিখোঁজ ১৬ জন মৎস্যজীবী।বাকীদের উদ্ধার করে আশপাশের ট্রলারের মৎস্যজীবীরা।অন্যান্য ট্রলার থেকে পড়ে নিখোঁজ হয় আরও ৩ জন মৎস্যজীবী।ফলে নিখোঁজ ১৯ জন মৎস্যজীবী।আর নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজে চিরুনী তল্লাশি চালাচ্ছে কোষ্টাল পুলিশ ও উপকূল বাহিনী।এদিকে সুন্দরবনের ডালহৌসি দ্বীপ থেকে প্রায় ৪০ কিমি দূরে মাঝ সমুদ্রে ডুবে যাওয়া এফ বি জয়কৃষান ট্রলারটি উদ্ধার করে নিয়ে আসছে উপকূল বাহিনী ও কোষ্টাল পুলিশ।বাকী ২ টি ডুবে যাওয়া ট্রলারের খোঁজ চলছে।কাকদ্বীপ ফিসার ম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন প্রাকৃতিক দুর্যোগে সমুদ্রের ঢেউয়ের তোড়ে ৩ টি ট্রলার ডুবে যায় মাঝ সমুদ্রে।নিখোঁজ হয় ১৬ জন মৎস্যজীবী এবং অন্যান্য ট্রলার থেকে পড়ে আরও ৩ জন মৎস্যজীবী নিখোঁজ হয়।ডুবে যাওয়া ট্রলারের এক মৎস্যজীবীর দেহ উদ্ধার করে পুলিশ।এছাড়া জয়কৃষান ট্রলারটি উদ্ধার করে আনা হচ্ছে।সমস্ত বিষয়টি বিভাগীয় দফতরে জানানো হয়েছে যথাযথ ব্যবস্থা নেওয়া জন্য।পুলিশ জানান ডুবে যাওয়া ট্রলারের এক মৎস্যজীবীর দেহ উদ্ধার করা হয়েছে।বাকীদের জল পথ খোঁজ চলছে।একটি ডুবে যাওয়া ট্রালার উদ্ধার করে আনা হচ্ছে।বাকী ২ টি ডুবে যাওয়া ট্রলারের খোঁজ চলছে।এ দিকে খবর পেয়ে মৃত মৎস্যজীবীর পরিবারের সদস্যরা এবং নিখোঁজ মৎস্যজীবীর পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়ে।এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।মৎস্যজীবী সূত্রে জানা গিয়েছে আর এক মৎস্যজীবীর দেহ উদ্ধার করে আনা হচ্ছে।তবে তার পরিচয়পত্র এখানো জানা যায়নি।