রবীন্দ্র সদনের আর্ট গ্যালারিতে সুন্দরবনের চিত্র শিল্পীদের চিত্র প্রদর্শনী

রবীন্দ্র সদনের আর্ট গ্যালারিতে সুন্দরবনের চিত্র শিল্পীদের চিত্র প্রদর্শনী 


ভাস্বতী পাল|কলকাতা|মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্র সদনের অ্যাকাডেমি অফ ফ্যাইনাস আর্ট গ্যালারিতে ম্যানগ্রোভ প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা।আয়োজক ম্যানগ্রোভ সংস্থা।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্র শিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য,ইন্ডিয়ান আর্ট কলেজের প্রাক্তন অধ্যক্ষ হরিমোহন বাগলি,চিত্র শিল্পী মৃনালকান্তি গায়েন ,ম্যানগ্রোভ সংস্থার সম্পাদক স্বপন কুমার মন্ডল,অরুপ মন্ডল প্রমূখ।


এদিনের অনুষ্ঠানে মন্ত্রী মন্টুরাম পাখিরা বলেন সুন্দরবনের চিত্র শিল্পীরা যে ভাবে তাদের প্রতিভা কে চিত্র ভাস্কর্য তুলে ধরছে আর্ট গ্যালারি তে তা খুবই প্রশংসিত।সুন্দরবন কে চিনতে সুন্দরবনের ম্যানগ্রোভ বা বাদাবন কে এই চিত্র প্রদর্শনী তে তুলে ধরা হয়েছে।তিনি আরও বলেন সুন্দরবনের প্রত্যন্ত গোসাবা, সাতজেলিয়া,ছোট মোল্লাখালি, কুলতলি,জয়নগর, কাকদ্বীপ, পাথর প্রতিমা প্রমুখ এলাকার চিত্র শিল্পীরা এই প্রদর্শনীতে অংশগ্রহণ করছে এবং তাদের চিত্র ভাস্কর্য তুলে ধরেছে।ফলে এই সমস্ত প্রতিভাবান ও মেধাকে সাধুবাদ জানায়।যে ভাবে আর্ট গ্যালারিতে চিত্র ভাস্কর্য তৈরি করছে সুন্দরবনের চিত্র ভাস্কর্য।ম্যানগ্রোভ সংস্থা সম্পাদক স্বপন কুমার মন্ডল ও অরুপ মন্ডল বলেন সুন্দরবনের প্রতিভাবান চিত্র শিল্পীরা যাতে সমস্ত ভাবে উঠে আসে এবং সুন্দরবন কে চিনতে এই ম্যানগ্রোভ চিত্র প্রদর্শনীর আয়োজন।এমনকি সুন্দরবনের সামাজিক চিত্র তুলে ধরা হয়েছে এই আর্ট গ্যালারি তে চিত্র ভাস্কর্য মাধ্যমে।৬০ টি ছবি প্রদর্শনী হয়েছে।চলবে ১৭-২৩ জুলাই পর্যন্ত।সুন্দরবনের ১৫ জন শিল্পী অংশগ্রহণ করেছে।সুন্দরবনের প্রতিভাবান চিত্র শিল্পীদের তুলে আনার প্রয়াস এই চিত্র প্রদর্শনীর মাধ্যমে।এদিনের অনুষ্ঠানে মানুষের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন