বাসন্তীতে ব্যাগ থেকে উদ্ধার ২৫ টি তাজা বোমা

বাসন্তীতে ব্যাগ থেকে উদ্ধার ২৫ টি তাজা বোমা 


নিজস্ব প্রতিনিধি|বাসন্তী|শনিবার রাস্তার ধারে একটি পরিত্যক্ত দোকান থেকে ২ টি বাগের মধ্যে থেকে পুলিশ উদ্ধার করে ২৫ টি তাজা বোমা।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪পরগনার বাসন্তী থানার ভাঙ্গনখালি এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভাঙ্গনখালি এলাকায় রাস্তার ধারে একটি পরিত্যক্ত দোকান বেশ কয়েক মাস ধরে পড়ে আছে।স্থানীয় বেশ কিছু  মানুষজন এদিন সকালে পড়ো দোকানে ২ টি বাগ পড়ে থাকতে দেখে।তারা বাগের কাছে গিয়ে দেখে ২ টি বাগে তাজা বোমা ভর্ত্তি।তারা দেখে আতঙ্কিত হয়ে পড়ে।সঙ্গে সঙ্গে তারা শিমূলতলা পুলিশ ফাঁড়িতে খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।পুলিশ বোমের বাগ দুটি উদ্ধার করে নিয়ে যায়।তবে কারা কি উদ্দেশ্য বোমা গুলি এখানে মজুত করে ছিল সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।পুলিশ বাগ দুটি থেকে ২৫ টি তাজা বোমা উদ্ধার করে।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।পুলিশ জানান পরিত্যক্ত একটি দোকান থেকে ২ টি বাগ ভর্ত্তি বোমা উদ্ধার করা হয়।বাগ দুইটির মধ্যে ২৫ টি বোমা ছিল।কারা কি উদ্দেশ্য বোমা গুলি এখানে রাখে সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি এ ঘটনায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন