ক্যানিং মহকুমা ৭২ তম স্বাধীনতা দিবস উদযাপন, শুরু হল ক্যানিং মহকুমা ফুটবল একাডেমি
নিজস্ব প্রতিনিধি|ক্যানিং| বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং স্পোর্টস কমপ্লেক্স ময়দানে ওয়েস্ট বেকন স্কাউটের আয়োজনে ভারতের ৭২ তম স্বাধীনতা দিবস উদযাপন যথাযথ ভাবে পালিত হয়।এ দিন ভারতের জাতীয় পতকা উত্তোলন করেন ক্যানিং এস ডি ও অদিতি চৌধারী।শহীদদের শ্রদ্ধাগ্র জানায় বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক শ্যামল মণ্ডল,জেলা পরিষদের সহ সভাধিপতি শৈবাল লাহিড়ী, ক্যানিং এস ডি পি ও দেবীদয়াল কুন্ডু, ক্যানিং-১বিডিও নীলাদ্রি শেখর দে,কবি অজিত মান্না প্রমুখ।এ দিনের অনুষ্ঠানে কচিকাচাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন।পাশাপাশি এদিন ক্যানিং স্পোর্টস কমপ্লেক্স মাঠে শুরু হল১১ থেকে ১৭ বছর বয়স পর্যন্ত ফুটবল কোচিং সেন্টার।এখানে ভারতের প্রাক্তন ফুটবলাররা কোচিং করবে।ফলে আগামী দিনে সুন্দরবনের ক্যানিং মহকুমা জুড়ে উঠে আসবে বহু খেলাধূলার প্রতিভা।যাদের খেলার সুযোগ করে দেওয়ার এই উদ্যোগ।