পাথর প্রতিমা গোবদিয়া নদী থেকে জখম কুমির উদ্ধার

পাথর প্রতিমা গোবদিয়া নদী থেকে জখম কুমির উদ্ধার

নিজস্ব প্রতিনিধি|পাথর প্রতিমা|শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমা ব্লকের গোবদিয়া নদী থেকে একটি পূর্ণ বয়স্ক জখম কুমির উদ্ধার করে বন দফতরের কর্মীরা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে গোবদিয়া নদীতে একটি কুমির কে জখম অবস্থায় ভাসতে দেখে বেশ কিছু মৎস্যজীবী ও স্থানীয়র মানুষজন।তারা সঙ্গে সঙ্গে বন দফতর কে খবর দেয়।খবর পেয়ে বন দফতরের কর্মীরা এসে জখম কুমিরটি কে  নদী থেকে উদ্ধার ক্ষতবিক্ষত অবস্থায়।বন দফতরের প্রাথমিক তদন্তে উঠে এসেছে কোন ট্রলারের ধাক্কায় জখম হয় কুমিরটি।এদিকে জখম কুমিরটি কে পাথরপ্রতিমা প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে আনা হয়।এখানে কুমিরটির সুস্থতার জন্য প্রাথমিক চিকিৎসার করা হয়।কুমিরটি চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।বর্তমানে কুমিরটি সুস্থ আছে।বন দফতরের কর্মীরা  কুমিরটিকে ভগবতপুর প্রকল্পে নিয়ে রেখেছে।বন দফতর জানান নদী থেকে একটি জখম কুমির উদ্ধার করা হয়েছে।তার চিকিৎসা চলছে।বর্তমানে কুমিরটি সুস্থ আছে।প্রাথমিক তদন্তে জানা গিয়েছে কোন ট্রলারের আঘাতে কুমিরটি জখম হয়।ট্রলারের খোঁজ চলছে।এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন