মাতলা-১ অঞ্চল জুড়ে বনধের দিনে কাজ করল জব কার্ডের বেনিফিসারিরা
নিজস্ব প্রতিনিধি|ক্যানিং| বুধবার রাজ্য জুড়ে বিজেপি ডাকা ১২ ঘন্টা বনধ কে উপেক্ষা করে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং-১ ব্লকের মাতলা-১ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় কাজ করল জব কার্ডের বেনিফিসারিরা।এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃক্ষ রোপনের কাজ করে এন আর ই জি এস প্রকল্পের জব কার্ডের বেনিফিসারিরা।
এছাড়া এ দিন সকালে ক্যানিং পাখিদ্বীপ রোডে ক্যানিং মাতলা নদীর পাড়ে ৬৬৭ টি তালের বীজ রোপন করে শুভ সূচনা করেন মাতলা-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান হরেন ঘোড়ুই।এছাড়া উপস্থিত ছিলেন মাতলা-১ প্রাক্তন উপ-প্রধান সংঙ্কর দাস,পঞ্চায়েত সদস্য রবীন্দ্রনাথ অধিকারী বিশিষ্ট্য সমাজ সেবক তাপস সিনহা,বিপুল মন্ডল,মাতলা-১ ভি এল ই কমলাকান্ত সাহা প্রমুখ।মাতলা-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান হরেন ঘোড়ুই বলেন ক্যানিং পাখিদ্বীপ রোডে ৬৬৭ টি তাল গাছের বীজ রোপন করা হল।জব কার্ডের বেনিফিসারিরা এই রোপনের কাজ করছে।ফলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে।পাশাপাশি কর্ম সংস্থান গড়ে উঠবে।তাল গাছের রস থেকে তালের গুড়,মিছরি তৈরি হয়।এমনি তাল পাতা দিয়ে পাখা তৈরি হয়।ফলে গড়ে উঠবে কুটির শিল্প।তিনি আর বলেন ক্যানিং বৃক্ষ বন্ধনা রোডের ক্যানিং মাতলা নদীর পাড়ে কেরলের মডেলে চলছে নারকেল গাছের চারা রোপন।এখানে বনধের কোন সাড়া পড়েনি।অফিস কাছারি ইস্কুল পাঠ সবই খোলা।যানবাহন চলাচল করছে।এমনকি জব কার্ডের বেনিফিসারিরা সকাল থেকে কাজ করছে।এ দিন বনধ কে উপেক্ষা করে জব কার্ডের বেনিফিসারিরা ক্যানিং বৃক্ষ বন্ধনা রোডে মাতলা নদীর পাড়ে প্রায় ১৫০ টি নারকেল গাছের চারা রোপন করে।
নিজস্ব প্রতিনিধি|ক্যানিং| বুধবার রাজ্য জুড়ে বিজেপি ডাকা ১২ ঘন্টা বনধ কে উপেক্ষা করে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং-১ ব্লকের মাতলা-১ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় কাজ করল জব কার্ডের বেনিফিসারিরা।এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃক্ষ রোপনের কাজ করে এন আর ই জি এস প্রকল্পের জব কার্ডের বেনিফিসারিরা।
এছাড়া এ দিন সকালে ক্যানিং পাখিদ্বীপ রোডে ক্যানিং মাতলা নদীর পাড়ে ৬৬৭ টি তালের বীজ রোপন করে শুভ সূচনা করেন মাতলা-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান হরেন ঘোড়ুই।এছাড়া উপস্থিত ছিলেন মাতলা-১ প্রাক্তন উপ-প্রধান সংঙ্কর দাস,পঞ্চায়েত সদস্য রবীন্দ্রনাথ অধিকারী বিশিষ্ট্য সমাজ সেবক তাপস সিনহা,বিপুল মন্ডল,মাতলা-১ ভি এল ই কমলাকান্ত সাহা প্রমুখ।মাতলা-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান হরেন ঘোড়ুই বলেন ক্যানিং পাখিদ্বীপ রোডে ৬৬৭ টি তাল গাছের বীজ রোপন করা হল।জব কার্ডের বেনিফিসারিরা এই রোপনের কাজ করছে।ফলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে।পাশাপাশি কর্ম সংস্থান গড়ে উঠবে।তাল গাছের রস থেকে তালের গুড়,মিছরি তৈরি হয়।এমনি তাল পাতা দিয়ে পাখা তৈরি হয়।ফলে গড়ে উঠবে কুটির শিল্প।তিনি আর বলেন ক্যানিং বৃক্ষ বন্ধনা রোডের ক্যানিং মাতলা নদীর পাড়ে কেরলের মডেলে চলছে নারকেল গাছের চারা রোপন।এখানে বনধের কোন সাড়া পড়েনি।অফিস কাছারি ইস্কুল পাঠ সবই খোলা।যানবাহন চলাচল করছে।এমনকি জব কার্ডের বেনিফিসারিরা সকাল থেকে কাজ করছে।এ দিন বনধ কে উপেক্ষা করে জব কার্ডের বেনিফিসারিরা ক্যানিং বৃক্ষ বন্ধনা রোডে মাতলা নদীর পাড়ে প্রায় ১৫০ টি নারকেল গাছের চারা রোপন করে।