কুলপির হুগলি নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে যাওয়া নিখোঁজের খোঁজে চিরুনী তল্লাশি

 কুলপির হুগলি নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে যাওয়া  নিখোঁজের খোঁজে চিরুনী তল্লাশি 


নিজস্ব প্রতিনিধি|কুলপি|সোমবার হুগলি নদীর কুলপির পয়লা নম্বর ঘাটের কাছে স্নান করতে নেমে নদীতে তলিয়ে যাওয়া যুবক শুভঙ্কর মান্নার খোঁজে দিনভর নদী পথে চিরুনী তল্লাশি চালালো কলকাতা পুলিশ ও জাতীয় বির্পযয় মোকাবিলা দফতরের কর্মীরা।উল্লেখ্য গত ২৫ নভেম্বর কলকাতা গড়িয়াহাটের হিন্দুস্থান পার্ক থেকে ১৬ জন দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার নিশ্চিতপুরের পয়লা নম্বর নদীর চড়ে পিকনিক করতে আসে।দুপুরে খাওয়া দাওয়া করে বিকাল ৩ টায় হুগলী নদীতে স্নান করতে নামে ৫ জন যুবক।

আর স্নান করতে নামলে জলে তলিয়ে মৃত্যু হয় ৩ জনের।মৃতদের দেহ গুলি উদ্ধার করে বির্পযয় মোকাবিলা কর্মীরা।মৃতদের নাম সুরেশ সিং (৩৯)  ,প্রসেনজিৎ দাস (২২),বাপন হালদার (২৫)।স্থানীয় সূত্রে জানা গিয়েছে সুরেশ সিং,প্রসেনজিৎ দাস,বাপন হালদার সহ আরও ১৩ জন কুলপির নিশিন্তপুর পয়লা নম্বর চড়ে আসে পিকনিক করতে।এদিন প্রায় ৩ টে নাগাদ সুরেশ সিং,প্রসেনজিৎ দাস,বা
পন হালদার সহ আরও ২ জন হুগলি নদীতে নামে স্নান করতে।স্নান করার সময় হুগলি নদীতে একটি মালবাহী  জাহাজ যাচ্ছিল কলকাতা থেকে সুন্দরবনের দিকে।জাহাজটি যাওয়ার সময় নদীর জলের ঢেউ আছড়ে পড়ে নদীর পাড়ে।আর ঢেউয়ের জলের তোড়ে তলিয়ে যায় ৪ জন।

একজনকে কোনমতে উদ্ধার করে স্থানীয় মানুষজন।খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুলপি থানার বিশাল পুলিশ বাহিনী।আসে বির্পযয় মোকাবিলা টিম।নদী পথে চিরুনী তল্লাশি শুরু করে।৩ জনের দেহ উদ্ধার করে।নিখোঁজ শুভঙ্কর মান্নার খোঁজ চলছে এখনও।পুলিশ জানান পিকনিক করতে এসে হুগলি নদীতে স্নান করতে নেমে ৪ জন তলিয়ে যায়।৩ জনের দেহ উদ্ধার করা হয়েছে এখনও পর্যন্ত বাকী ১ জনের খোঁজ চলছে।বিষয়টি নিয়ে খতিয়ে দেখা হচ্ছে।এ দিকে এই ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন