ক্যানিং স্পোর্টস কমপ্লেক্সে শিশুর অধিকার নিয়ে কর্মশালা
প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সাংবাদিক শাহাজান সিরাজ।
নিজস্ব প্রতিনিধি|ক্যানিং|বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-১ ব্লকের স্পোর্টস কমপ্লেক্স অডিটোরিয়াম হলে প্রেস ক্লাব - দক্ষিণ ২৪ পরগনা ও ওয়াল্ড ভিশন ইন্ডিয়া সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শিশুর অধিকার, শিশু শ্রম,বাল্য বিবাহ, বিভিন্ন কারণে শিশু পাচার অবহেলা, শিশু নির্যাতন শারীরিক ভাবে,মানসিক ভাবে এবং যৌন নিগ্রহ যৌন হেনস্থা, পরিবারের যত্ন না পাওয়া শিশু, কন্যা ভ্রূণ হত্যা, শারীরিক ভাবে অক্ষম শিশু প্রমুখ বিষয় নিয়ে এক উচ্চ পর্যায়ে কর্মশালা আয়োজন হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং মহকুমা ডেপুটি ম্যাজিসটেড অর্ণব, প্রাক্তন বিশিষ্ট সাংবাদিক অসিত মুখী,দক্ষিণ ২৪ পরগনা প্রেস ক্লাবের সহ সভাপতি আরিফুল ইসলাম,সাংবাদিক শাহাজান সিরাজ, আইনজীবি,চাইল্ড লাইন সহ এক ঝাঁক সাংবাদিক।
এদিনের কর্মশালা আলোচনায় উঠে আসে শিশুর বেঁচে থাকার অধিকার, শিশু সুরক্ষা,শিশুর সামগ্রিক অধিকার।পাশাপাশি শিশুর মুখে হাসি, চাইনা আর শিশুর কান্না।ক্যানিং মহকুমা ডেপুটি ম্যাজিসটেড অর্ণব সাহা বলেন একটা সময় এই সব অঞ্চলে শিশু পাচার,শিশু শ্রম সহ বিভিন্ন কারনে এই সব ঘটনা বেড়েই চলে ছিল।তবে বর্তমানে তা অনেকটা কমেছে।রাজ্যে সরকারের উদ্যোগে অনেক প্রকল্প চালু হয়েছে।ফলে অনেকটা উপকৃত হচ্ছে বিশেষ করে কন্যাশ্রী প্রকল্প, রুপশ্রী সহ একাধিক প্রকল্পের মাধ্যমে।
অর্নব সাহা ডেপুটি ম্যাজিসটেড ক্যানিং মহকুমা।
পাশাপাশি সচেতনতার মাধ্যমে মানুষজনকে সচেতন করে তুলতে হবে এ সমস্ত বিষয়ে।বিভিন্ন কারণে শিশু পাচার,শিশু শ্রম, বাল্য বিবাহ, ৬ থেকে ১৪ বছরের শিশুদের জন্য অবৈতনিক এবং আবশ্যিক শিক্ষার অধিকার প্রমূখ বিষয়ে সাধারণ মানুষজনকে আরও বেশি করে সচেতন করে তুলতে হবে।ওয়াল্ড ভিশন ইন্ডিয়া সেচ্ছাসেবী সংগঠনের কর্মী সন্দীপ ভৌমিক সুন্দরবন সহ দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে পাচার হয়ে যাচ্ছে অনেক নারী ও শিশু।শিশুর মুখের দিকে তাকিয়ে অনেক বাধা অতিক্রম করে প্রকাশ করেছে সাংবাদিকরা।সেই খবরের জেরে শিশু ফিরে পেয়ে ছিল অধিকার,সন্মান, আত্ম মর্যদা।
অনুষ্ঠানে সাংবাদিক বিশ্বজীৎ পাল কে পুরস্কৃত ও সন্মান জানানো হচ্ছে।
ফলে জেলার ৫ জন সাংবাদিক কে পুরস্কৃত ও সন্মান জানানো হল এই মিডিয়া ওয়ার্কশপের মাধ্যমে।তাই শিশুর অধিকার নিয়ে আমাদের সর্বস্তরের মানুষজন কে এগিয়ে আসতে হবে।এদিন প্রেস ক্লাব দক্ষিণ ২৪ পরগনা ও ওয়াল্ড ভিশন ইন্ডিয়া মিডিয়া পক্ষ থেকে পিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার জেলার ৫ জন সাংবাদিক কে পুরস্কৃত করে এবং সন্মান জানায় নারী ও শিশু পাচার উপর খবরা খবর করার জন্য।
প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সাংবাদিক শাহাজান সিরাজ।
নিজস্ব প্রতিনিধি|ক্যানিং|বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-১ ব্লকের স্পোর্টস কমপ্লেক্স অডিটোরিয়াম হলে প্রেস ক্লাব - দক্ষিণ ২৪ পরগনা ও ওয়াল্ড ভিশন ইন্ডিয়া সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শিশুর অধিকার, শিশু শ্রম,বাল্য বিবাহ, বিভিন্ন কারণে শিশু পাচার অবহেলা, শিশু নির্যাতন শারীরিক ভাবে,মানসিক ভাবে এবং যৌন নিগ্রহ যৌন হেনস্থা, পরিবারের যত্ন না পাওয়া শিশু, কন্যা ভ্রূণ হত্যা, শারীরিক ভাবে অক্ষম শিশু প্রমুখ বিষয় নিয়ে এক উচ্চ পর্যায়ে কর্মশালা আয়োজন হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং মহকুমা ডেপুটি ম্যাজিসটেড অর্ণব, প্রাক্তন বিশিষ্ট সাংবাদিক অসিত মুখী,দক্ষিণ ২৪ পরগনা প্রেস ক্লাবের সহ সভাপতি আরিফুল ইসলাম,সাংবাদিক শাহাজান সিরাজ, আইনজীবি,চাইল্ড লাইন সহ এক ঝাঁক সাংবাদিক।
এদিনের কর্মশালা আলোচনায় উঠে আসে শিশুর বেঁচে থাকার অধিকার, শিশু সুরক্ষা,শিশুর সামগ্রিক অধিকার।পাশাপাশি শিশুর মুখে হাসি, চাইনা আর শিশুর কান্না।ক্যানিং মহকুমা ডেপুটি ম্যাজিসটেড অর্ণব সাহা বলেন একটা সময় এই সব অঞ্চলে শিশু পাচার,শিশু শ্রম সহ বিভিন্ন কারনে এই সব ঘটনা বেড়েই চলে ছিল।তবে বর্তমানে তা অনেকটা কমেছে।রাজ্যে সরকারের উদ্যোগে অনেক প্রকল্প চালু হয়েছে।ফলে অনেকটা উপকৃত হচ্ছে বিশেষ করে কন্যাশ্রী প্রকল্প, রুপশ্রী সহ একাধিক প্রকল্পের মাধ্যমে।
অর্নব সাহা ডেপুটি ম্যাজিসটেড ক্যানিং মহকুমা।
পাশাপাশি সচেতনতার মাধ্যমে মানুষজনকে সচেতন করে তুলতে হবে এ সমস্ত বিষয়ে।বিভিন্ন কারণে শিশু পাচার,শিশু শ্রম, বাল্য বিবাহ, ৬ থেকে ১৪ বছরের শিশুদের জন্য অবৈতনিক এবং আবশ্যিক শিক্ষার অধিকার প্রমূখ বিষয়ে সাধারণ মানুষজনকে আরও বেশি করে সচেতন করে তুলতে হবে।ওয়াল্ড ভিশন ইন্ডিয়া সেচ্ছাসেবী সংগঠনের কর্মী সন্দীপ ভৌমিক সুন্দরবন সহ দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে পাচার হয়ে যাচ্ছে অনেক নারী ও শিশু।শিশুর মুখের দিকে তাকিয়ে অনেক বাধা অতিক্রম করে প্রকাশ করেছে সাংবাদিকরা।সেই খবরের জেরে শিশু ফিরে পেয়ে ছিল অধিকার,সন্মান, আত্ম মর্যদা।
অনুষ্ঠানে সাংবাদিক বিশ্বজীৎ পাল কে পুরস্কৃত ও সন্মান জানানো হচ্ছে।
ফলে জেলার ৫ জন সাংবাদিক কে পুরস্কৃত ও সন্মান জানানো হল এই মিডিয়া ওয়ার্কশপের মাধ্যমে।তাই শিশুর অধিকার নিয়ে আমাদের সর্বস্তরের মানুষজন কে এগিয়ে আসতে হবে।এদিন প্রেস ক্লাব দক্ষিণ ২৪ পরগনা ও ওয়াল্ড ভিশন ইন্ডিয়া মিডিয়া পক্ষ থেকে পিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার জেলার ৫ জন সাংবাদিক কে পুরস্কৃত করে এবং সন্মান জানায় নারী ও শিশু পাচার উপর খবরা খবর করার জন্য।