হাওড়ার আমতায় শুরু হল প্রগতি মেলা

হাওড়ার আমতায় শুরু হল প্রগতি মেলা 



নিজস্ব প্রতিনিধি | আমতা |হাওড়া জেলার আমতা ১ নং ব্লকের উদং গ্রামবাসীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান।১৫ ডিসেম্বর দ্বাদশবর্ষ 'প্রগতি মেলা'-র শুভ সূচনা করলেন আমতা-১ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক লোকনাথ সরকার।এই মনোজ্ঞ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক সন্দীপ মজুমদার।

এই প্রগতি মেলা চলবে ১৫ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত। সাথে উদ্বোধন হল সুশোভিত প্রদর্শনী কক্ষের।এদিন দেখানো হয় আমতা-১ এর উপর নির্মিত তথ্যচিত্র।এর পাশাপাশি ৭০০ জন ছাত্রছাত্রীকে সংবর্ধিত করা হয়।সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সম্মানীয়  বিশ্বনাথ পাল।উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট গুনি জনেরা।মেলায় হরেক দোকানপাট ও স্টলগুলোতে ভীড় জমাতে শুরু করেছে ছোটো থেকে বড় সবাই।


এবারের মেলার ফোকাল থিম 'আমতা-১ এর ইতিহাস ও বর্তমান'।থাকছে আমতা-১ এর উপর ইতিহাস গ্রন্থপ্রকাশ,ছড়া গ্রন্থপ্রকাশ,শিশু সংবর্ধনা,আমতার ইতিহাসের উপর তথ্যচিত্র প্রদর্শন,সুশোভিত প্রদর্শনী, পুতুল নাচ,ম্যাজিক,নাটক,নৃত্যানুষ্ঠান,সংগীত,ব্যায়াম প্রদর্শন,দুঃস্থদের কম্বল প্রদান,বিভিন্ন প্রতিযোগিতা,বেবী শো,বিনা ব্যয়ে স্বাস্থ্যপরীক্ষা,কবি সম্মেলন।প্রদর্শনীতে থাকছে বিজ্ঞান মডেল,কৃষি ও হস্তশিল্প,চিত্রশিল্প।শিক্ষা ও সংস্কৃতিমূলক এই মেলায় তুলে ধরা হয় স্থানীয় ইতিহাস,সংস্কৃতি,বাংলার বুক থেকে অবলুপ্তপ্রায় লোক শিল্পকে।মানুষকে বিজ্ঞান ও পরিবেশ সম্পর্কে সচেতন করার চেষ্টা করা হয় মেলার মধ্য দিয়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন