ক্যানিং মহকুমার বিদ্যুতের সার্বিক উন্নয়ন নিয়ে স্ট্যান্ডিং কমিটির বৈঠক

ক্যানিং মহকুমার বিদ্যুতের সার্বিক উন্নয়ন নিয়ে স্ট্যান্ডিং কমিটির বৈঠক


নিজস্ব প্রতিনিধি|ক্যানিং|সোমবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং মহকুমা ভবনে বিদ্যুৎতের সার্বিক উন্নয়ন নিয়ে এক প্রশাসনিক বৈঠক হয়।এদিনের প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিদ্যুৎ দফতরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক অসিত মিত্র,রাজ্য স্ট্যান্ডিং কমিটির সদস্য তথা বিধায়ক সুনীল তীর্রকে,আব্দুল খালেক মোল্লা, শ্যামল মন্ডল, প্রদীপ সাহা,গোসাবা কেন্দ্রের বিধায়ক জয়ন্ত নস্কর, ক্যানিং-১ বিডিও নীলাদ্রি শেখর দে প্রমুখ।বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে রাজ্য বিধানসভার বিদ্যুৎ দফতরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক অসিত মিত্র বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই সমস্ত অঞ্চলে বিদ্যুৎতের সার্বিক উন্নয়ন নিয়ে প্রশাসনিক বৈঠক হয়।বিভিন্ন বিষয়ে উন্নয়নমূলক কাজের আলোচনা হয়।ক্যানিং মহকুমায় ক্যানিং-১ ও ২,বাসন্তী,গোসাবা এই ব্লক গুলিতে ২৪ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা এবং ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।এছাড়া বাসন্তী ব্লকের সোনাখালিতে যে ১৩২ কেভি সাব স্টেশন হয়েছে।ফলে এই সাব স্টেশন থেকে বিদ্যুৎ আরও বিভিন্ন অঞ্চলে পৌঁছে যায় সেটি উঠে আসে আলোচনায়।পাশাপাশি ক্যানিং এস ডি ও রোডের হাফ কিমি বিদ্যুৎ নেই।তাই এই রোডে বিদ্যুৎ বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য বিভাগীয় দফতর কে জানানো হবে।রাজ্য বিধানসভার বিদ্যুৎ দফতরের স্ট্যান্ডিং কমিটির সদস্য তথা ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক শ্যামল মণ্ডল বলেন এই মহকুমা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া,২৪ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা সহ একাধিক উন্নয়নমূলক বিষয়ে আলোচনা হয় বৈঠকে।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ও অনুপ্রেরণা সুন্দরবন জুড়ে উন্নয়নমূলক কাজ চলছে তা সকলের কাছে অজানা নয়।ক্যানিং হেড়োভাঙ্গা ও তালদির রাজাপুরে বিদ্যুৎতের নতুন সাব স্টেশন তৈরি হবে।নারায়ণপুর-বাঁশড়া বিদ্যুৎতের কাস্টমার কেয়ার সেন্টার চালু হবে।ফলে বিদ্যুৎতের বিল দিতে গ্রাহকদের সুবিধা হবে।পাশাপাশি এই সমস্ত সাব স্টেশন চালু হলে একদিকে যেমন ভোল্টেজ ভালো হয়ে যাবে এবং কৃষি ও শিল্পে উন্নয়ন ঘটবে।বহু মানুষের কর্মসংস্থান গড়ে উঠবে।বৈঠকের সমস্ত রিপোর্ট রাজ্য বিধানসভার অধ্যক্ষের কাছে তুলে দেওয়া হবে।এদিন স্ট্যান্ডিংকমিটিরসদস্যরা এবং বিভাগীয় দফতরের আধিকারিকরা সোনাখালির বিদ্যুৎতের সাব স্টেশন পরিদর্শন করে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন