সুন্দরবনের স্বজন হারাদের পাশে ঝড়খালী সবুজ বাহিনী।
সুন্দরবনের জলে জঙ্গলে বাঘ কুমিরের সাথে লড়াই করে যাদের জীবন কাটে। কাউকে আবার এই জীবন সংগ্রামে হার মানতে হয়েছে বাঘের কাছে। জীবনটা চলে গেছে এক মুঠো ভাতের জন্য।সংসারের একমাত্র উপার্জনকারীকে যখন কেড়ে নিয়েছে সুন্দরবন।তখন তার পরিবারের ছোটো ছোটো ছেলে মেয়েরা বাবাকে হারিয়েছে। অসহায় হয়ে পরেছে পরিবারটি।
এমন পরিবারের সংখ্যা নিহাত কমনেই সুন্দরবনে। গত ৮ ডিসেম্বর শনিবার দক্ষিন ২৪ পরগনা জেলার বাসন্তী থানার ঝড়খালীতে বাঘের আক্রমণে নিহত ৭৫ টি পরিবারের মহিলাদের হাতে ঝড়খালী সবুজ বাহিনী তুলে দিলেন শীতের কম্বল। ঝড়খালী সবুজ বাহিনী দীর্ঘ দিন ধরে সুন্দরবনের পরিবেশ রক্ষা ও উন্নয়ন মূলক কাজ করছেন। কোলকাতার গৌতম সরকার ও সুদীপ্ত চৌধুরীর প্রচেষ্টায় সবুজ বাহিনীর হাত ধরে শীতের কম্বল পেয়ে স্বজন হারারা খুব খুসি। কিছুদিন আগে বাবাকে হারিয়েছে ১৩ বছরের বর্ষা রায় , মা এখনো অসুস্থ, বড় ভাই প্রতিবন্ধী, ছোট ভাই এক বছরের। বর্ষাকে পড়াশোনার পাশাপাশি সংসার ও সামলাতে হচ্ছে। সুন্দরবনে এমন বর্ষার সংখ্যা অনেক। যারা ঝরে পরেছে অনাদরে অবহেলায়।ঝড়খালীতে এরকম বর্ষার পড়াশোনার ভাড় এখন সবুজ বাহিনীর উপর। আকুল বিশ্বাস ( দৃষ্টিহীন) সবুজ বাহিনীর কর্মকর্তা জানান " আমরা পরিবেশের উপর দিন দিন যেভাবে চালাচ্ছি যার ফলে আমরা নিজেদেরকে বিপদের মুখে ফেল। পরিবেশ না রক্ষা করলে আমরা টিকে থাকবো না।"
ঝড়খালী সবুজ বাহিনীর উপর আস্তা রেখেছেন এলাকার মানুষ। শামিল হচ্ছেন বিভিন্ন উন্নয়ন মূলক কাজে।