কাকদ্বীপে অজানা জন্তু উদ্ধার ঘিরে চাঞ্চল্য

কাকদ্বীপে অজানা জন্তু উদ্ধার ঘিরে চাঞ্চল্য 
গন্ধগোকুল - ফাইল চিত্র 

নিজস্ব প্রতিনিধি |  কাকদ্বীপ|মঙ্গলবার সকালে এক বিরল প্রজাতির অজানা জন্তু  ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়াল।ঘটনাটি ঘটে দক্ষিন ২৪ পরগনার কাকদ্বীপ থানার নিউ মার্কেট এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে কাকদ্বীপের নিউ মার্কেট জুড়ে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত গন্ধ। কিন্তু কি এই গন্ধ। মার্কেটের ব্যবসায়ীরা তা বুঝে উঠতে পারছেন না। যদিও বেশ কিছু সময় পরই এই রহস্যের নিষ্পত্তি ঘটে।
কাকদ্বীপ থেকে উদ্ধার হওয়া 'গন্ধগোকুল'টি  বনদপ্তরের  কর্মীরা নিয়ে যাচ্ছে।  

 মার্কেটের জেনারেটারের ঘরে ঢুকলে দেখা যায় মেশিনের পাশে প্রায় ২ ফুট দৈর্ঘ্যের একটি অজানা  জন্তু যা দেখতে অনেকটা গন্ধগোকুলের মতো, চুপটি করে শুয়ে রয়েছে।বিষয়টি দেখে ব্যবসায়ীরা স্থানীয় থানায় খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও বনদফতরের কর্মীরা।বনদফতরের কর্মীরা এসে অজানা জন্তুটি কে উদ্ধার করে নিয়ে যায় নামখানা বনদফতরে।বনদফতর জানান গন্ধগোকুলের শরীর থেকে একটি অদ্ভুত গন্ধ বের হয়, এই জন্তুর গায়ে থেকেও গন্ধ বেরোছিল, তবে প্রাণীটিকে এখনো সনাক্ত করা সম্ভব হয়নি এটি কোন প্রজাতির প্রাণী।তবে এটি গন্ধগোকুলের একটি প্রজাতি।তার পরীক্ষা নিরীক্ষা করছে চিকিৎসকরা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন