স্বাভাবিক ছন্দে পর্যটকের ভীড় বাড়ছে ঝড়খালীতে

স্বাভাবিক ছন্দে পর্যটকের ভীড় বাড়ছে ঝড়খালীতে   

নিজস্ব প্রতিনিধি | ঝড়খালী | নিম্নচাপ ‘ফেতাই’ এর প্রভাবে সুন্দরবনে ঘুড়তে আশা পর্যটকদের পড়তে হয়েছিল সমস্যায়। আবহাওয়া দপ্তরের নির্দেশ অনুযায়ী সাগরে মাছ ধরা ও  নদীপথে সুন্দরবন ভ্রমণ করতে সতর্ক জারি করা হয়েছিল। সেই কারনে সুন্দরবনে ঘুরতে আশা পর্যটকের সংখ্যা গত দুদিন খুব কম ছিল। কোলকাতা থেকে সরাসরি সড়ক পথে কাছাকাছি সুন্দরবনের উল্লেখযোগ্য  পর্যটন কেন্দ্র ঝড়খালী ইকো ট্যুরিজম পার্ক। সেই কারনেই ঝড়খালীতে সারাবছর পর্যটকের ভীড় লক্ষ্য করা যায়। 


নিম্নচাপ কমতেই আজ সকাল থেকেই আবার স্বাভাবিকভাবে পর্যটকদের ভীড় লক্ষ্য করা যাচ্ছে।                 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন