বাঘের আক্রমনে মৃত্যু এক মৎস্যজীবীর

বাঘের আক্রমনে মৃত্যু এক মৎস্যজীবীর
বাঘের আক্রমণে মৃত্যু মৎস্যজীবী বিষ্ণুপদ মন্ডল - নিজস্ব চিত্র     

নিজস্ব প্রতিনিধি|ক্যানিং|বৃহস্পতিবার সকালে নদীতে কাঁকড়া ধরার সময় হঠাৎই জঙ্গল থেকে বাঘ বের হয়ে আক্রমন করলে মৃত্যু হয় এক মৎস্যজীবী।মৃত মৎস্যজীবীর নাম বিষ্ণুপদ মন্ডল (৪১)।ঘটনাটি ঘটে দক্ষিন ২৪ পরগনার ক্যানিং মহকুমা গোসাবা ব্লকের পঞ্চমুখানি এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে লাহিড়ীপুর অঞ্চলের রজতযুগলী এলাকার বাসিন্দা মৎস্যজীবী বিষ্ণুপদ মন্ডল সহ আরও ২ জন মৎস্যজীবী একটি নৌকা করে গত ১৯ ডিসেম্বর রওনা হয় কাঁকড়া ধরার উদ্দেশ্য।পরের দিন সকালে গোসাবা নদীতে কাঁকড়া ধরার সময় হঠাৎই  পঞ্চমুখানি জঙ্গল থেকে একটি বাঘ বের হয়ে এসে ঝাঁপিয়ে পড়ে মৎস্যজীবী বিষ্ণুপদ মন্ডলের উপর।বাকী মৎস্যজীবীরা হতবাক হয়ে যায়।কিছুক্ষণ পরে বাকী মৎস্যজীবীরা লাঠি সোটা নিয়ে ঝাঁপিয়ে পরে বাঘের উপর।বেশ কিছুক্ষণ ধরে লড়াই চলে বাঘের সঙ্গে মৎস্যজীবীদের।পরিশেষে বাঘ জঙ্গলে ঢুকে যায়।জখম মৎস্যজীবী বিষ্ণুপদ মন্ডলকে উদ্ধার করে নৌকা করে জলপথে নিয়ে আসে বাকী মৎস্যজীবীরা গোসাবা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে।সেখানে চিকিৎসকরা মৎস্যজীবী বিষ্ণুপদ মন্ডল কে মৃত বলে ঘোষণা করে।এদিকে খবর পেয়ে সুন্দরবন কোষ্টাল থানার পুলিশ ও বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে আসে।পুলিশ দেহটি উদ্ধার করে।এই ঘটনায় এলাকাকায় নেমে আসে শোকের ছায়া।কান্নায় ভেঙ্গে পড়ে মৃতের পরিবারের সদস্যরা।সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প জানান বাঘের আক্রমনে এক মৎস্যজীবীর মৃত্যু হয়।তবে কি ভাবে ঘটলো সে বিষয়ে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।সুন্দরবন কোষ্টাল থানার পুলিশ জানান বাঘের আক্রমনে এক মৎস্যজীবীর মৃত্যু।মৃত দেহটি উদ্ধার করা হয়েছে।বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন