ক্যানিং-১ ব্লকে কৃষকদের চেক বিতরণ

সুন্দরবন TV

ক্যানিং-১ ব্লকে কৃষকদের চেক বিতরণ


নিজস্ব প্রতিনিধি|ক্যানিং|শুক্রবার দুপুরে দক্ষিন ২৪ পরগনার ক্যানিং-১ বিডিও অফিস ভবনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের হাতে চেক তুলে দেন ক্যানিং-১ কৃষি আধিকারিক গোপা সমাদ্দার।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ্য শৈবাল লাহিড়ি,ক্যানিং-১ পঞ্চায়েত সমিতির সভাপতি অনিমা মিস্ত্রি প্রমূখ। এদিনের অনুষ্ঠানে ক্যানিং-১ কৃষি আধিকারিক গোপা সমাদ্দার বলেন কৃষক বন্ধু প্রকল্পে এই ব্লকে প্রায় ৩০ হাজার কৃষক কে চেক তুলে দেওয়া হবে।তিন বিঘা কৃষি জমির উপর ৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হবে কৃষকদের।প্রথম পর্যায়ে আড়াই হাজার টাকার চেক তুলে দেওয়া হল।এদিন ৩৫ জন কৃষক বন্ধুর হাতে চেক তুলে দেওয়া হল নতুন বছরে।পাশাপাশি কৃষকদের রেজিস্ট্রেশনের কাজ চলছে দ্রুতগতিতে।জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শৈবাল লাহিড়ি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ও অনুপ্রেরণায় চালু হয়েছে কৃষক বন্ধু প্রকল্প।তিনি কৃষক দরদি।রাজ্যের কৃষকদের সার্বিক উন্নয়নে এই প্রকল্প চালু হয়েছে।এই ব্লকের সোঁদা মাটির নোনা জলে কৃষক বন্ধুরা এই প্রকল্পের মাধ্যমে খুবই উপকৃত হবে।রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে সুন্দরবন জুড়ে উন্নয়নমূলক কাজ চলছে।তা সুন্দরবনবাসী চোখে দেখতে পাচ্ছে।এখানকার এক ফসলি কৃষি জমিতে বর্তমানে বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে বহু ফসলি হয়ে উঠেছে।নতুন নতুন খাল খনন ও খাল সংস্কারের মাধ্যমে সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটেছে।ফলে উপকৃত হচ্ছে এখানকার কৃষক বন্ধুরা।এদিনের অনুষ্ঠানে কৃষকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন