ওয়ার্ল্ড ভিশন ইণ্ডিয়ার উদ্যোগে বাবা মায়ের প্রশিক্ষন

সুন্দরবন TV

ওয়ার্ল্ড ভিশন ইণ্ডিয়ার উদ্যোগে বাবা মায়ের প্রশিক্ষন 

নিজস্ব প্রতিনিধি    | বাসন্তী |  সন্তান মানুষ করার জন্য গ্রামের বাবা মায়েদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেন সেচ্ছাসেবী সংস্থা   ওয়ার্ল্ড ভিশন ইণ্ডিয়া, বাসন্তী এ,পি। বাসন্তীর হিরন্ময়পুর গ্রামে ১২ ফেব্রুয়ারী ১২০ জন বাবা মায়েদের নিয়ে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে সচেতনতা ও দক্ষ বারানো হয় ।  সংস্থার পক্ষে কল্যান বাবু জানান গ্রামের মা বাবারা সঠিকভাবে যাতে সন্তান মানুষ করতে পারে তার জন্য এই প্রশিক্ষণের আয়োজন । বাবা মায়েরাও খুশি এই প্রশিক্ষণ পেয়ে।    

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন