সুন্দরবন TV
নামখানায় উদ্ধার হওয়া হরিণ টি সুস্থ আছে
নিজস্ব প্রতিনিধি| নামখানা।বুধবার দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমা ব্লকের ভাগবাতপুর কুমির প্রকল্পে উদ্ধার হওয়া পূন্য বয়স্ক হরিণ টি কে পরীক্ষা নিরীক্ষা করল চিকিৎসা দল।বর্তমানে সুস্থ আছে হরিণ টি।স্থানীয় সূত্রে জানা গিয়েছে নামখানা রেঞ্জের জঙ্গল থেকে একটি পূন্য বয়স্ক হরিণ নামখানা থানার চন্দনপিড়ি এলাকায় ঢুকে যায় গত ১২ ফেব্রুয়ারি দুপুরে।হরিণ টি লোকালয়ে ঢুকে পড়লে বেশ কিছু মানুষজন দেখতে পায়।তারা হরিণ টি ধরলে দেখতে পায় হরিণ টি পায়ে চোট পেয়েছে।
সঙ্গে সঙ্গে তারা বন দফতরে ও থানায় খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে বন দফতরের বনকর্মী ও পুলিশ বাহিনী।তারা হরিণ টিকে উদ্ধার করে রামগঙ্গা পশু চিকিৎসালয়ে নিয়ে যায়।সেখানে হরিণ টির চিকিৎসা চলছে।সেখান থেকে বন দফতরের কর্মীরা হরিণ টিকে ভাগবাতপুর কুমির প্রকল্পে নিয়ে যায়।সেখানে হরিণ টিকে পর্যবেক্ষন রাখা হয়েছে।এদিকে বন দফতর ও পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে দল ছুট হয়ে হরিণ টি লোকালয়ে ঢুকে পড়ে।সেই সময় হরিণ টি পায়ে চোট পায়।
বিজ্ঞাপন
তবে কি কারণে হরিণ টি লোকালয়ে ঢুকলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে বন দফতর ও পুলিশ।বন দফতর ও পুলিশ জানান একটি হরিণ জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে।খবর পেয়ে হরিণ টিকে উদ্ধার করা হয়েছে।তবে হরিণ টির পায়ে চোট দেখা গেছে।হরিণ টিকে পরীক্ষা নিরীক্ষা করছে চিকিৎসকরা।বর্তমানে হরিণ টি সুস্থ আছে।চিকিৎসাকরা বললে হরিণ টিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
নামখানায় উদ্ধার হওয়া হরিণ টি সুস্থ আছে
নিজস্ব প্রতিনিধি| নামখানা।বুধবার দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমা ব্লকের ভাগবাতপুর কুমির প্রকল্পে উদ্ধার হওয়া পূন্য বয়স্ক হরিণ টি কে পরীক্ষা নিরীক্ষা করল চিকিৎসা দল।বর্তমানে সুস্থ আছে হরিণ টি।স্থানীয় সূত্রে জানা গিয়েছে নামখানা রেঞ্জের জঙ্গল থেকে একটি পূন্য বয়স্ক হরিণ নামখানা থানার চন্দনপিড়ি এলাকায় ঢুকে যায় গত ১২ ফেব্রুয়ারি দুপুরে।হরিণ টি লোকালয়ে ঢুকে পড়লে বেশ কিছু মানুষজন দেখতে পায়।তারা হরিণ টি ধরলে দেখতে পায় হরিণ টি পায়ে চোট পেয়েছে।
সঙ্গে সঙ্গে তারা বন দফতরে ও থানায় খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে বন দফতরের বনকর্মী ও পুলিশ বাহিনী।তারা হরিণ টিকে উদ্ধার করে রামগঙ্গা পশু চিকিৎসালয়ে নিয়ে যায়।সেখানে হরিণ টির চিকিৎসা চলছে।সেখান থেকে বন দফতরের কর্মীরা হরিণ টিকে ভাগবাতপুর কুমির প্রকল্পে নিয়ে যায়।সেখানে হরিণ টিকে পর্যবেক্ষন রাখা হয়েছে।এদিকে বন দফতর ও পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে দল ছুট হয়ে হরিণ টি লোকালয়ে ঢুকে পড়ে।সেই সময় হরিণ টি পায়ে চোট পায়।
বিজ্ঞাপন
তবে কি কারণে হরিণ টি লোকালয়ে ঢুকলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে বন দফতর ও পুলিশ।বন দফতর ও পুলিশ জানান একটি হরিণ জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে।খবর পেয়ে হরিণ টিকে উদ্ধার করা হয়েছে।তবে হরিণ টির পায়ে চোট দেখা গেছে।হরিণ টিকে পরীক্ষা নিরীক্ষা করছে চিকিৎসকরা।বর্তমানে হরিণ টি সুস্থ আছে।চিকিৎসাকরা বললে হরিণ টিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।