বাঘের আক্রমণে নিখোঁজ ঝড়খালীর মৎস্যজীবী,কান্নায় ভেঙ্গে পড়ল পরিবারের সদস্যরা

সুন্দরবন TV
বিজ্ঞাপন 

বাঘের আক্রমণে নিখোঁজ ঝড়খালীর মৎস্যজীবী,কান্নায় ভেঙ্গে পড়ল পরিবারের সদস্যরা 

 নিজস্ব প্রতিনিধি |  ঝড়খালি|শুক্রবার রাতে নদীর চড়ে নোঙর করে নৌকায় বসেছিল ৪ জন মৎস্যজীবী।সেই সময় হঠাৎই  জঙ্গল থেকে বাঘ বের হয়ে আক্রমণ করলে নিখোঁজ হয় একজন মৎস্যজীবী।নিখোঁজ মৎস্যজীবীর নাম গীতাংশু দাস।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের সূর্যমনির চড় এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঝড়খালির নেহরু পল্লি গ্রামের বাসিন্দা মৎস্যজীবী গীতাংশু দাস সহ আরও ৩ জন মৎস্যজীবী একটি নৌকা করে সুন্দরবনের নদীতে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয় গত ৬ ফেব্রুয়ারি।বেশ কয়েকদিন ধরে মৎস্যজীবীরা নদীতে মাছ ধরে  ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় মৎস্যজীবীরা সূর্যমনি চড়ে নৌকাটি নোঙ্গর করে।নোঙ্গর করে নৌকায় মৎস্যজীবীরা বিশ্রাম নিচ্ছিল।সন্ধ্যা ঘনিয়ে অন্ধকার নেমেছে।সেই সময় হঠাৎই জঙ্গল থেকে একটি বাঘ বের হয়ে নৌকার উপর ঝাপিয়ে পড়ে মৎস্যজীবী  গীতাংশু দাসের উপর।বাঘের থাবায় নৌকা থেকে ছিটকে নদীর চড়ে পড়ে মৎস্যজীবী গীতাংশু দাস।বাঘ ঝাপিয়ে পড়ে এক ঝাটকায় মৎস্যজীবী গীতাংশু দাসকে তুলে নিয়ে বাঘ গভীর জঙ্গলে ঢুকে যায়।বাকী মৎস্যজীবীরা প্রথমে হতবাক হয়ে যায়।পরে হুস এলে লাঠি সোটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে।অনেক চেষ্টা করে বাঘের মুখ থেকে ফেরাতে পারিনি বাকী মৎস্যজীবীরা গীতাংশু দাসকে।এদিকে এই খবর ছড়িয়ে পড়তে কান্নায় ভেঙ্গে পড়ে নিখোঁজ মৎস্যজীবীর স্ত্রী শান্তী দাস,ছেলে গৌতম দাস,মেয়ে মিনতি দাস।এলাকায় নেমে আসে শোকের ছায়া।এদিকে খবর পেয়ে চিরুনি তল্লাশি শুরু করেছে বন দফতরের বনকর্মীরা।মাতলা রেঞ্জ বন বিভাগ জানান বাঘের আক্রমনে এক মৎস্যজীবী নিখোঁজ।নিখোঁজ মৎস্যজীবীর খোঁজ চালাছে বনকর্মীরা।বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন