ক্যানিংয়ে আগুনে পুড়ে মৃত্যু ১ জনের

সুন্দরবন TV

 ক্যানিংয়ে আগুনে পুড়ে মৃত্যু ১ জনের


নিজস্ব প্রতিনিধি|  ক্যানিং|মঙ্গলবার গভীর রাতে একটি বাড়িতে আগুন লেগে গেলে মৃত্যু হয় এক বৃদ্ধার।মৃত বৃদ্ধার নাম রেনুকা মন্ডল(৭০)।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার কুমারসাপাড়া এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে কুমারসাপাড়া এলাকার বাসিন্দা বৃন্ধা  রেনুকা মন্ডল বাড়ি একা ছিল রাতে।তার পরিবারের সদস্যরা পাশের গ্রামে হরি নাম সংকীর্তন শুনতে যায়।গভীর রাতে স্থানীয় বেশ কিছু মানুষজন হঠাৎই আগুনের শিখা দেখতে পায়।আগুন দেখে তারা চিৎকার করতে থাকে।চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে আসে।খবর দেওয়া হয় ক্যানিং মহকুমা দমকল বিভাগে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন এবং পুলিশ বাহিনী।প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।ঘরের মধ্য থেকে বৃদ্ধার পোড়া দেহ উদ্ধার করে পুলিশ।পুলিশের ও দমকল বিভাগের প্রাথমিক তদন্তে উঠে আসে সট সার্কিট থেকে আগুন লাগে।তবে কিভাবে আগুন লাগল এবং কি ভাবে বৃদ্ধার মৃত্যু হল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ।পুলিশ বৃদ্ধার পোড়া দেহটি উদ্ধার করে ময়না তদন্তের হাসপাতালের মর্গে পাঠায়।পুলিশ জানান হঠাৎই একটি বাড়িতে আগুনে লেগে গেলে আগুনে পুড়ে মৃত্যু হয় এক বৃদ্ধার।বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।অন্যদিকে বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির সঙ্গে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হলে মৃত্যু হয় বাইক আরোহীর।মৃত বাইক আরোহীর নাম আজগর লস্কর(৪৫)।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্যে হাসপাতালের মর্গে পাঠায়।লরিটি আটক করে পুলিশ।পলাতক লরির চালক।তার খোঁজ চালাচ্ছে পুলিশ।এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন