সুন্দরবন TV
ক্যানিং মহকুমা জুড়ে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
নিজস্ব প্রতিনিধি | ক্যানিং|বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং মহকুমা জুড়ে যথাযথভাবে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ক্যানিং মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে।এদিন ক্যানিং গোলকুঠি পাড়ায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠিত হয়।লোক প্রসার প্রকল্পের বিভিন্ন শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।তারা তুলে ধরে ২১ ফেব্রুয়ারির বিষয়ে।সাংস্কৃতিক মঞ্চে ইটখোলা রাজনারায়ণ হাইস্কুলের প্রধান শিক্ষক পতিত পাবন মন্ডল মাতৃভাষা দিবস বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন।এদিন সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের জুনিয়ার এফ আই এ মহম্মদ রোয়েব,কর্মী সঞ্জীব সিংহ রায় প্রমূখ।
ক্যানিং মহকুমা জুড়ে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
নিজস্ব প্রতিনিধি | ক্যানিং|বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং মহকুমা জুড়ে যথাযথভাবে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ক্যানিং মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে।এদিন ক্যানিং গোলকুঠি পাড়ায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠিত হয়।লোক প্রসার প্রকল্পের বিভিন্ন শিল্পীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।তারা তুলে ধরে ২১ ফেব্রুয়ারির বিষয়ে।সাংস্কৃতিক মঞ্চে ইটখোলা রাজনারায়ণ হাইস্কুলের প্রধান শিক্ষক পতিত পাবন মন্ডল মাতৃভাষা দিবস বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন।এদিন সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের জুনিয়ার এফ আই এ মহম্মদ রোয়েব,কর্মী সঞ্জীব সিংহ রায় প্রমূখ।