সুন্দরবন TV
বাসন্তীর বন্যা কবলিত এলাকায় সাহায্যের হাত বাড়িয়েছে বেলঘড়িয়া টাচ
বাসন্তীর বন্যা কবলিত এলাকায় সাহায্যের হাত বাড়িয়েছে বেলঘড়িয়া টাচ
নিজস্ব প্রতিনিধি | বাসন্তী | ১ এপ্রিল সোমবার |বাসন্তীর সজিনাতলা গ্রামে গত ২৩ মার্চ হোগল নদীর বাঁধ ভেঙে ভরা কটালের জল ঢুকে যায় গ্রামে। নদী ও গ্রাম একাকার হয়ে যায়। অসহায় হয়ে পড়ে গ্রামের মানুষ।
চাই একটু সহযোগিতা এমনি করুন আবেদন গ্রামের মানুষের। গ্রামের মানুষের মধ্যে এখন নানান সমস্যা দেখা দিচ্ছে। দেখা দিচ্ছে পানীয় জলের অভাব। দেখা দিচ্ছে নিত্যদিনের ব্যবহারের জলের অভাব। ক্ষতি হয়েছে কৃষি কাজের ফসলের ও ক্ষতি হয়েছে পুকুরের মাছের। গ্রামের বেশ কিছু পরিবারের বাড়ি ঘর চলে গেছে নদীগর্ভে। ক্ষতি হয়েছে অনেক' বসতবাড়ির। অনেক বসতবাড়ি অযোগ্য হয়ে পড়েছে বসবাসের। গ্রামের মানুষদের সাথে কথা বলে জানা যায় বন্যার পর থেকে সরকারিভাবে এখনো কোন সহযোগিতা পাওয়া যায়নি। তবে নদী বাঁধের মেরামতির কাজ চলছে।
চাই একটু সহযোগিতা এমনি করুন আবেদন গ্রামের মানুষের। গ্রামের মানুষের মধ্যে এখন নানান সমস্যা দেখা দিচ্ছে। দেখা দিচ্ছে পানীয় জলের অভাব। দেখা দিচ্ছে নিত্যদিনের ব্যবহারের জলের অভাব। ক্ষতি হয়েছে কৃষি কাজের ফসলের ও ক্ষতি হয়েছে পুকুরের মাছের। গ্রামের বেশ কিছু পরিবারের বাড়ি ঘর চলে গেছে নদীগর্ভে। ক্ষতি হয়েছে অনেক' বসতবাড়ির। অনেক বসতবাড়ি অযোগ্য হয়ে পড়েছে বসবাসের। গ্রামের মানুষদের সাথে কথা বলে জানা যায় বন্যার পর থেকে সরকারিভাবে এখনো কোন সহযোগিতা পাওয়া যায়নি। তবে নদী বাঁধের মেরামতির কাজ চলছে।
গ্রামের মানুষের এই দুর্দশার কথা জানতে পারেন কলকাতার এক স্বেচ্ছাসেবী সংগঠন "বেলঘড়িয়া টাচ"। এই সংস্থার কর্ণধার সন্দীপা নন্দি। তিনি খুব দ্রুততার সাথে গ্রামের মানুষদের পাশে এসে দাঁড়ান কিছু অনুদান নিয়ে। এদিন সকালে মশারি, বিছানার চাদর, ছাতু, ব্লিচিং পাউডার দিয়ে গ্রামের মানুষের পাশে দাঁড়ান। সংস্থার পক্ষ থেকে অনুপা নন্দি জানান "এই গ্রামে এসে আমি খুব শোকাহত। আমি আগামী দিনে এই গ্রামের মানুষের সাথে থেকে এই গ্রামের জন্য কাজ করতে চাই "।বেলঘড়িয়া টাচের পক্ষ থেকে এই সমস্ত অনুদান পেয়ে গ্রামবাসীরা যেন আশার প্রদীপ দেখল। গ্রামবাসীরা খুব খুশি এই অনুদান পেয়ে।