তৃণমূলের হাতে আক্রান্ত প্রাক্তন সেচ মন্ত্রী বামফ্রন্ট প্রার্থী সুভাষ নস্কর

সুন্দরবন TV

তৃণমূলের হাতে আক্রান্ত প্রাক্তন সেচ মন্ত্রী বামফ্রন্ট প্রার্থী সুভাষ নস্কর


নিজস্ব প্রতিনিধি |গোসাবা | দীর্ঘদিন ধরে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। লড়াই করে এসেছেন সুন্দরবনের মানুষের জন্য। ঘরছাড়া মানুষদেরকে ঠাঁই দিয়েছেন। ভূমিহীন মানুষদেরকে মাথা গোঁজার জায়গা দিয়েছেন। কৃষকদের নিয়ে বহু আন্দোলন করেছে। সুন্দরবনের নদী বাঁধ কে কংক্রিট বা ঢালাই পিচিং এর জন্য বিধানসভায় যাকে দেখা গেছে প্রধান ভূমিকায়। তিনি আর কেউ ছিলেন না তিনি তৎকালীন বাম সরকার থাকাকালীন পশ্চিমবঙ্গের সেচ মন্ত্রী সুভাষ নস্কর। এসব এখন অতীত। বর্তমানে ২০১৯  এর লোকসভা ভোটে জয়নগর লোকসভা কেন্দ্র থেকে বামেদের হয়ে লড়ছেন।  তার প্রতিদ্বন্দ্বি একদিকে তৃণমূল প্রার্থী প্রতিমা মন্ডল অন্যদিকে বিজেপি প্রার্থী অশোক কান্ডারী। পশ্চিমবঙ্গের বর্তমান রাজনীতি নিয়ে সবাই উদ্বিগ্ন কখন কি পরিস্থিতি ঘটতে চলেছে সে বিষয়ে নিশ্চিত ভাবে কেউ কিছুই বলতে পারেন না।   ২৮ এপ্রিল গোসাবার পাঠানখালীতে সুভাষ নস্কর ভোট প্রচারে বেরিয়েছিলেন। সঙ্গে তার বেশ কিছু সমর্থক ছিলেন।  পাঠানখালী তৃণমূলের পার্টি অফিসের সামনে দিয়ে যখন তার প্রচার মিছিল যাচ্ছিল। সেই সময় তৃণমূল সমর্থকরা তার মিছিলের ওপর হামলা চালায় বলে এমনটাই অভিযোগ করছেন বাম প্রার্থী সুভাষ নস্কর। তিনি এও জানান প্রচার মাইক ভেঙে দেওয়া হয়। কয়েকজন সমর্থকের মোবাইল ফোন ভেঙে দেওয়া হয়েছে। সমর্থকদের মারধরও করা হয়েছে। রীতিমতন হেনস্তা হতে হয়েছে বামফ্রন্টের আর এস পি প্রার্থী  সুভাষ নস্করকে। তবে এই বিষয়ে পুলিশের কোন হস্তক্ষেপ পাওয়া যায়নি বলে দাবি করছেন সুভাষ নস্কর।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন