ডায়মন্ডহারবারে রোড শো এ তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক ব্যান্নার্জী

সুন্দরবন TV

ডায়মন্ডহারবারে রোড শো এ তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক ব্যান্নার্জী


নিজস্ব প্রতিনিধি | ডায়মন্ডহারবার|রবিবার বিকালে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের কেল্লার মোড় থেকে কপাটহাট পর্যন্ত রোড শো করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক ব্যান্নার্জী।এদিনের রোডশো এ সাধারণ মানুষের জন জোয়ার ছিল চোখে পড়ার মতন।মহিলারা রাস্তার দুধারে দাঁড়িয়ে শঙ্খ বাজিয়ে উলু দিয়ে পুষ্প বৃষ্টিতে তাদের প্রিয় পার্থীকে আশীর্বাদ করলেন এবং অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন।এদিন রোডশো  কপাটহাটে শেষ করে একটি জনসভা করেন প্রার্থী অভিষেক ব্যান্নার্জী।সভায় তিনি বলেন বামফ্রন্টের আমলে বলতেন লাল মাটিতে লাল পতাকা উড়ছে উড়বে।এখন মাটি আর লাল নেই।সব জায়গায় পিচের রাস্তা,কংক্রিটের রাস্তা,সিমেন্টের রাস্তা মা মাটি মানুষের সরকার করেছে।সিপিএম আসরে নেমে বলছে উন্নয়ন, ধর্মনিরপেক্ষ,শান্তির কথা।৩৪ বছর রাজ্য সরকার চালিয়ে  কিছুই করেনি।সিপিএমের মুখে শান্তির কথা মানায় না।যারা ৩৪ বছর খুন ধর্ষণ দুর্শাসন,দুর্নীতি অপশাসন ব্যর্থতা কারনে বাংলাকে  ধ্বংস স্তূপে পরিনত করেছে।সেই সিপিএম হার্মাদদের মুখে শান্তি সংহতি শৃঙ্খলার কথা মানাই না।ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক ব্যান্নার্জী আরও বলেন ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে আড়াই হাজার কোটি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে।পূর্ত দফতর ও জনস্বাস্থ্য কারিগরি দফতর থেকে এই কেন্দ্রে ১৬০০ কোটি টাকার কাজ হয়েছে।ইতিমধ্যে ৩ দফা ভোট হয়ে গেছে।তৃণমূল কংগ্রেস ১০-০ গোলে এগিয়ে গেছে।বিজেপি কি বলছে,বিজেপি বলছে শান্তির কথা।এক দিকে জয় শ্রীরাম,আর এক দিকে আচ্ছা দিনের নামে রান্নার গ্যাসের দাম ৮০০ টাকা।এক দিকে জয় শ্রীরাম আর এক দিকে আচ্ছে দিনের নামে কেরোসিনের ৫ গুন দাম।এক দিকে জয় শ্রীরাম জিঞ্জেস করুন এদের, কোথায় গেল আমার ১৫ লাখের খাম।জয় শ্রীরাম ২৩ মে পর বাংলার মাটিতে থাকবে না তোমাদের কোন নাম।তার কারণ ধর্ম বিক্রি করে বাংলা কোন দিন রাজনীতি করে না।যারা রামমন্দির নামে ভোট চেয়ে ছিল,দেখুন আজকে রামমন্দিরের অবস্থা আর বিজেপি পার্টি অফিসের অবস্থা। যাদের একটা পার্টি অফিস ছিল না,আজকে মানুষের টাকা মেরে দিল্লীর দিল্লীর বুকে ১২০০ কোটি টাকার পার্টি অফিস তৈরি করেছে এই নরেন্দ্র মোদি,অমিত শাহের দল।এমন চৌকিদারি করছে চৌকিদারের নাকের ডগা নীচ দিয়ে নীরব মোদি ১০ হাজার কোটি,ললিত মোদি ৮ হাজার কোটি,বিজয় মালিয়া ১৫ হাজার কোটি টাকা মেরে দিয়ে ফুর্তি করছে আমার আপনার টাকা নিয়ে।তিনি বলেন আমিও ভারত মাতা কি জয় বলি।ভারত আমার দেশ।ভারত আমার গর্ভ।এখন ভারত মাতা কি জয় বিজেপির মনে ঢুকে গেছে ভয়।ভারত মাতা কি জয় সিপিএমের দুনম্বরী রাজনীতি আর নয়।ভারত মাতা কি জয় বিভাজনের রাজনীতি বাংলার মাটিতে আর নয়।ভারত মাতা কি জয় চৌকিদার লোক ঠকালে কি হয়।ভারত মাতা কি জয় ২৩ মে পর ভারতবর্ষে মমতাময়।এদিনের সভায় মানুষের ঢল ছিল চোখে পড়ার মতন।এবারে সপ্তদশ লোকসভা নির্বাচনে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক ব্যান্নার্জী, সিপিএমের ফুয়াদ হালিম,বিজেপি নিলাঞ্জন রায়,কংগ্রেসের সৌম্য আইচ রায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন