সুন্দরবন TV
মথুরাপুর লোকসভা কেন্দ্রে ভোট প্রচারে ঝড় তুলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া,অভিনেত্রী ভাগ্যশ্রীকে নিয়ে
মথুরাপুর|সোমবার বিকালে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর (এসসি) লোকসভা কেন্দ্রের মন্দিরবাজার থেকে বিজয়গঞ্জ পর্যন্ত রোড শো করে ভোট প্রচারে ঝড় তুলেন মথুরাপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী চৌধুরী মোহন জাটুয়াকে সঙ্গে নিয়ে অভিনেত্রী ভাগ্যশ্রী এবং রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।পাশাপাশি পশ্চিম মগরাহাটের পদ্মপুকুর মোড় এবং শিরাকোলে জনসভা করেন।জনসভায় অভিনেত্রী সকল ধর্মের মানুষজনকে ভোটে অংশগ্রহনের আহ্বান জানায়।এদিনের জনসভায় রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু বলেন আমি আশাবাদী এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয় লাভ করবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া মানুষের আর্শীবাদে এবং তিনি হ্যাটিক করবেন ও রাজ্যে ৪২ টি আসনে ৪২ টিতে জয়ী হবে তৃণমূলের প্রার্থীরা।বাংলার মানুষ রাজনৈতিক সচেতন।যে ভাবে নরেন্দ্র মোদি সরকার বার বার বাংলাকে বঞ্চিত করেছে বিভিন্ন উন্নয়নমূলক কাজে তার যোগ্য জবাব দেবে বাংলার মানুষ।মোদি সরকারের আমলে বেকার সংখ্যা বেড়েছে।নোট বন্দীতে বহু মানুষ কাজ হারিয়েছে।তাই ২০১৯ মোদি বাবু হারবে।কেন্দ্রে সরকার গঠনে তৃণমূল এবার নিনয়ক ভূমিকা পালন করবে।এদিনের রোড শো তে রাস্তার দুধারে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতন।পুষ্প বৃষ্টিতে রোড শো হয়ে উঠল জমজমাট।আগামী ১৯ মে এই কেন্দ্রে ভোট গ্রহণ। ফলে ভোটের দিন যত এগিয়ে আসছে তৃণমূলের ভোট প্রচার ততটা তুঙ্গে উঠছে।এবারে এই কেন্দ্রে সিপিআইএম প্রার্থী শরৎ হালদার,বিজেপির প্রার্থী শ্যামাপদ হালদার,কংগ্রেসের প্রার্থী কৃত্তিবাস সরদার।তবে ভোট প্রচারে অনেক এগিয়ে দুই বারের বিদায়ী সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া।এবারে তিনি জয়ী হলে হ্যাট্রিক করবেন।তবে তা জানা যাবে আগামী ২৩ মে।গত ২৪ এপ্রিল আলিপুরে মনোনয়ন পত্র নির্বাচন আধিকারিকদের কাছে তুলে দেন মথুরাপুর (এসসি) লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া।আর মনোনয়ন পত্র জমা দেওয়ার পর ভোট প্রচারে ঝড় তুলেন দলের কর্মী সমর্থকদের নিয়ে ৭৬ এর ঊর্ধ্বে প্রবীণ দু বারের সাংসদ চৌধুরী মোহন জাটুয়া। এবারেও যে ভাবে তিনি মানুষের আশীর্বাদ পাচ্ছেন তাতে রেকর্ড সংখ্যক ভোটে জেতার ব্যাপারে যথেষ্ট আশাবাদী তিনি।প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া বলেন এই কেন্দ্রে উন্নয়ন দেখে মানুষ ভোট দেবে। দুবার এর সাংসদ থাকাকালীন যে ভাবে এই কেন্দ্রের বিভিন্ন এলাকায় উন্নয়ন হয়েছে তা এলাকার মানুষজন চোখে দেখতে পারছে।২০০৯ সালের লোকসভা নির্বাচনে এই মথুরাপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে ছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া।তিনি সিপিএমের প্রার্থীকে ১ লক্ষ ১৯ হাজারের বেশী ভোটে পরাজিত করেন।২০১৪ সালে এই কেন্দ্রে লোকসভা নির্বাচনে দ্বিতীয়বার জয়ী হয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া।তিনি সিপিএমের প্রার্থী রিঙ্কু নস্করকে ১ লক্ষ ৮ হাজার ৩৮৭ ভোটে হারিয়ে দেয়।ফলে ভোটের দিন যত এগিয়ে আসছে প্রচারে ততটাই ঝড় তুলছে তৃণমূল কংগ্রেস।
মথুরাপুর লোকসভা কেন্দ্রে ভোট প্রচারে ঝড় তুলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া,অভিনেত্রী ভাগ্যশ্রীকে নিয়ে
মথুরাপুর|সোমবার বিকালে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর (এসসি) লোকসভা কেন্দ্রের মন্দিরবাজার থেকে বিজয়গঞ্জ পর্যন্ত রোড শো করে ভোট প্রচারে ঝড় তুলেন মথুরাপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী চৌধুরী মোহন জাটুয়াকে সঙ্গে নিয়ে অভিনেত্রী ভাগ্যশ্রী এবং রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।পাশাপাশি পশ্চিম মগরাহাটের পদ্মপুকুর মোড় এবং শিরাকোলে জনসভা করেন।জনসভায় অভিনেত্রী সকল ধর্মের মানুষজনকে ভোটে অংশগ্রহনের আহ্বান জানায়।এদিনের জনসভায় রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু বলেন আমি আশাবাদী এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয় লাভ করবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া মানুষের আর্শীবাদে এবং তিনি হ্যাটিক করবেন ও রাজ্যে ৪২ টি আসনে ৪২ টিতে জয়ী হবে তৃণমূলের প্রার্থীরা।বাংলার মানুষ রাজনৈতিক সচেতন।যে ভাবে নরেন্দ্র মোদি সরকার বার বার বাংলাকে বঞ্চিত করেছে বিভিন্ন উন্নয়নমূলক কাজে তার যোগ্য জবাব দেবে বাংলার মানুষ।মোদি সরকারের আমলে বেকার সংখ্যা বেড়েছে।নোট বন্দীতে বহু মানুষ কাজ হারিয়েছে।তাই ২০১৯ মোদি বাবু হারবে।কেন্দ্রে সরকার গঠনে তৃণমূল এবার নিনয়ক ভূমিকা পালন করবে।এদিনের রোড শো তে রাস্তার দুধারে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতন।পুষ্প বৃষ্টিতে রোড শো হয়ে উঠল জমজমাট।আগামী ১৯ মে এই কেন্দ্রে ভোট গ্রহণ। ফলে ভোটের দিন যত এগিয়ে আসছে তৃণমূলের ভোট প্রচার ততটা তুঙ্গে উঠছে।এবারে এই কেন্দ্রে সিপিআইএম প্রার্থী শরৎ হালদার,বিজেপির প্রার্থী শ্যামাপদ হালদার,কংগ্রেসের প্রার্থী কৃত্তিবাস সরদার।তবে ভোট প্রচারে অনেক এগিয়ে দুই বারের বিদায়ী সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া।এবারে তিনি জয়ী হলে হ্যাট্রিক করবেন।তবে তা জানা যাবে আগামী ২৩ মে।গত ২৪ এপ্রিল আলিপুরে মনোনয়ন পত্র নির্বাচন আধিকারিকদের কাছে তুলে দেন মথুরাপুর (এসসি) লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া।আর মনোনয়ন পত্র জমা দেওয়ার পর ভোট প্রচারে ঝড় তুলেন দলের কর্মী সমর্থকদের নিয়ে ৭৬ এর ঊর্ধ্বে প্রবীণ দু বারের সাংসদ চৌধুরী মোহন জাটুয়া। এবারেও যে ভাবে তিনি মানুষের আশীর্বাদ পাচ্ছেন তাতে রেকর্ড সংখ্যক ভোটে জেতার ব্যাপারে যথেষ্ট আশাবাদী তিনি।প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া বলেন এই কেন্দ্রে উন্নয়ন দেখে মানুষ ভোট দেবে। দুবার এর সাংসদ থাকাকালীন যে ভাবে এই কেন্দ্রের বিভিন্ন এলাকায় উন্নয়ন হয়েছে তা এলাকার মানুষজন চোখে দেখতে পারছে।২০০৯ সালের লোকসভা নির্বাচনে এই মথুরাপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে ছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া।তিনি সিপিএমের প্রার্থীকে ১ লক্ষ ১৯ হাজারের বেশী ভোটে পরাজিত করেন।২০১৪ সালে এই কেন্দ্রে লোকসভা নির্বাচনে দ্বিতীয়বার জয়ী হয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া।তিনি সিপিএমের প্রার্থী রিঙ্কু নস্করকে ১ লক্ষ ৮ হাজার ৩৮৭ ভোটে হারিয়ে দেয়।ফলে ভোটের দিন যত এগিয়ে আসছে প্রচারে ততটাই ঝড় তুলছে তৃণমূল কংগ্রেস।