সুন্দরবন TV
মথুরাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সমর্থনে নির্বাচনী জনসভায় কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন
মথুরাপুর|মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর(এসসি) লোকসভা কেন্দ্রের কাকদ্বীপ থানার চৌমাথা মোড়ের বিধান ময়দানে এক নির্বাচনী জনসভার আয়োজন করেন জেলা বিজেপি।এদিন জনসভায় কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন বলেন ফনি ঘূর্ণিঝড় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পাওয়ার পরও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বৈঠকে যায়নি। এখানকার মানুষ ফণির আতঙ্কে ছিলেন। অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে। প্রধানমন্ত্রী মোদি এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দু’বার ফোন করেছিলেন। কিন্তু উনি ফোন ধরেন নি। পরে বলেছেন, এক্সপায়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন না।
আপনার এত অহঙ্কার কেন? আপনি জেনে রাখুন পরবর্তী প্রধানমন্ত্রীর নামও নরেন্দ্র মোদি।’ এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রীর পরিবার নিয়ে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। পাশাপাশি কলকাতা বিমান বন্দরে সোনা-কাণ্ড নিয়ে ফের একবার তোপ দাগেন নির্মলা সীতারমন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে সরাসরি নির্মলা সীতারমন বলেন,‘ একসময় দিদি আপনাদের জন্য ভাবতেন। কিন্তু এখন আর ভাবার সময় নেই। এখন নিজের পরিবার ও ভাইপোর নিয়ে ব্যস্ত। আবার সোনা নিয়ে কেউ বিমান বন্দরে ধরা পড়লে তাঁকে ছাড়িয়ে আনতে পুলিশ পাঠান। সোনা স্মাগলারদের বাঁচাতে চাইছেন উনি। শুল্ক দফতরের আধিকারিকরা বেআইনি সোনা সমতে একজনকে ধরেছিল। পুলিশ গেল তাঁকে ছাড়িয়ে আনতে। গোটা বাংলা জুড়ে চলছে সিন্ডিকেট রাজ। এই সিন্ডিকেট রাজ ছাড়া দিদি এখন কিছুই বোঝেন না।কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন আর বলেন মঞ্চে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় নানা দেবতার স্ত্রোত্র পাঠ করেন।অন্যদিকে সরস্বতী পুজো বন্ধ করে দেন। কোন উৎসব পড়লে দিন পিছিয়ে দেন। আপনার এই স্ত্রোত্র পাঠ সাজে না।তিনি সম্প্রতি জয় শ্রীরাম ধ্বনিকে কেন্দ্র করে যে বিতর্ক চলছে সে বিষয়ে নির্মলা বলেন,‘ আপনি রাম নাম শুনলেও ভয় পাচ্ছেন! তাহলে আপনার জন্য জয় শ্রী রাম। মমতা দিদি জয় শ্রী রাম।’ এই কেন্দ্রে তৃণমূলের বর্তমান সাংসদ চৌধুরি মোহন জাতুয়াকে নিয়ে নির্মলা বলেন,‘ উনি গত পাঁচ বছরে সংসদে একটি প্রশ্নও করেন নি। আপনাদের এখানাকার কোন সমস্যা সংসদে জানান নি। এরকম সংসদকে নির্বাচিত করে আর ভুল করবেন না।এই কেন্দ্রে বিজেপি প্রার্থী শ্যামাপ্রসাদ হালদার কে বিপুল ভোটে জয়যুক্ত করুন উন্নয়নের স্বার্থে।
--
মথুরাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সমর্থনে নির্বাচনী জনসভায় কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন
মথুরাপুর|মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর(এসসি) লোকসভা কেন্দ্রের কাকদ্বীপ থানার চৌমাথা মোড়ের বিধান ময়দানে এক নির্বাচনী জনসভার আয়োজন করেন জেলা বিজেপি।এদিন জনসভায় কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন বলেন ফনি ঘূর্ণিঝড় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পাওয়ার পরও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বৈঠকে যায়নি। এখানকার মানুষ ফণির আতঙ্কে ছিলেন। অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে। প্রধানমন্ত্রী মোদি এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দু’বার ফোন করেছিলেন। কিন্তু উনি ফোন ধরেন নি। পরে বলেছেন, এক্সপায়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন না।
আপনার এত অহঙ্কার কেন? আপনি জেনে রাখুন পরবর্তী প্রধানমন্ত্রীর নামও নরেন্দ্র মোদি।’ এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রীর পরিবার নিয়ে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। পাশাপাশি কলকাতা বিমান বন্দরে সোনা-কাণ্ড নিয়ে ফের একবার তোপ দাগেন নির্মলা সীতারমন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে সরাসরি নির্মলা সীতারমন বলেন,‘ একসময় দিদি আপনাদের জন্য ভাবতেন। কিন্তু এখন আর ভাবার সময় নেই। এখন নিজের পরিবার ও ভাইপোর নিয়ে ব্যস্ত। আবার সোনা নিয়ে কেউ বিমান বন্দরে ধরা পড়লে তাঁকে ছাড়িয়ে আনতে পুলিশ পাঠান। সোনা স্মাগলারদের বাঁচাতে চাইছেন উনি। শুল্ক দফতরের আধিকারিকরা বেআইনি সোনা সমতে একজনকে ধরেছিল। পুলিশ গেল তাঁকে ছাড়িয়ে আনতে। গোটা বাংলা জুড়ে চলছে সিন্ডিকেট রাজ। এই সিন্ডিকেট রাজ ছাড়া দিদি এখন কিছুই বোঝেন না।কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন আর বলেন মঞ্চে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় নানা দেবতার স্ত্রোত্র পাঠ করেন।অন্যদিকে সরস্বতী পুজো বন্ধ করে দেন। কোন উৎসব পড়লে দিন পিছিয়ে দেন। আপনার এই স্ত্রোত্র পাঠ সাজে না।তিনি সম্প্রতি জয় শ্রীরাম ধ্বনিকে কেন্দ্র করে যে বিতর্ক চলছে সে বিষয়ে নির্মলা বলেন,‘ আপনি রাম নাম শুনলেও ভয় পাচ্ছেন! তাহলে আপনার জন্য জয় শ্রী রাম। মমতা দিদি জয় শ্রী রাম।’ এই কেন্দ্রে তৃণমূলের বর্তমান সাংসদ চৌধুরি মোহন জাতুয়াকে নিয়ে নির্মলা বলেন,‘ উনি গত পাঁচ বছরে সংসদে একটি প্রশ্নও করেন নি। আপনাদের এখানাকার কোন সমস্যা সংসদে জানান নি। এরকম সংসদকে নির্বাচিত করে আর ভুল করবেন না।এই কেন্দ্রে বিজেপি প্রার্থী শ্যামাপ্রসাদ হালদার কে বিপুল ভোটে জয়যুক্ত করুন উন্নয়নের স্বার্থে।
--