ঢোলাহাটে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু একই পরিবারের ৩ জনের

সুন্দরবন TV

ঢোলাহাটে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু একই পরিবারের ৩ জনের

নিজস্ব প্রতিনিধি 
ঢোলাহাট|শুক্রবার বিকালে নিজের বাড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় একই পরিবারের ৩ জনের।মৃতদের নাম পরমেশ্বর নস্কর(২৫), মঞ্জুরি নস্কর(৪৮),পল্লবী নস্কর(২০)।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার দক্ষিণ রায়পুরের মিলনমোড় এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে দক্ষিণ রায়পুরের মিলনমোড় এলাকার বাসিন্দা পরমেশ্বর নস্কর দিন মজুরীর কাজ করে।এদিন বিকালে প্রচন্ড বৃষ্টি শুরু হয়।সেই সময় বাড়ির মধ্যে বিদ্যুৎ সংযোগের তার লিক হয়ে বাড়ির গ্রীলে বিদ্যুৎ সংযোগ হয়ে যায়।কিন্তু বাড়ির সদস্যরা কেউ বুঝতে পারিনি।

সেই​ সময় পরমেশ্বর নস্কর গ্রীলে হাত দিলে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে। আর এই দৃশ্য দেখে তাঁকে​ বাঁচাতে যায় পরমেশ্বরের মা মঞ্জুরি নস্কর ও বোন পল্লবি নস্কর।ফলে ৩ জনেই বৃিদ্যুৎপৃষ্ঠ হয়।আর এই সময় স্থানীয় বেশ কিছু মানুষজন দেখতে পেয়ে এগিয়ে গিয়ে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে।কিন্তু ঘটনাস্থলে মৃত্যু হয় ৩ জনের।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।পুলিশ ৩ টি দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।তবে কিভাবে বিদ্যুৎপৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু হল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।এদিকে এই ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।পুলিশ জানান বিদ্যুৎপৃষ্ঠ হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়।দেহ তিনটি উদ্ধার করা হয়েছে।তবে কি ভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন