সুন্দরবন TV
ক্যানিং মহকুমা রথযাত্রায় হাজার হাজার মানুষের ঢল
ক্যানিং|বৃহস্পতিবার এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে পালিত হল একাদশ তম বর্ষের দক্ষিণ ২৪ পরগনার জেলার ঐতিহ্যবাহী ক্যানিং মহকুমা রথযাত্রা।এদিন সকালে শাস্ত্রমতে পূণ্যতিথীতে প্রভু জগন্নাথ,বলভদ্র ও সুভদ্রা দেবীর পুজোর্চনা শুরু হয় ক্যানিং রায়বাঘিনীর খাঁড়াপাড়ার রথতলায় জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গনে।প্রভু জগন্নাথ দেবের পুজোর্চনা শেষ হয়।এরপর বিকালে প্রভু জগন্নাথ দেবের সুসজ্জিত রথের উপর গঙ্গাজল দিয়ে পবিত্র করে ভগবান শ্রীশ্রী জগন্নাথ দেব ও বলভদ্র এবং সুভদ্রা দেবী কে রথের উপর আনয়ন করেন মাসির বাড়ির (গুন্ডিচা)উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য।শুভ রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা করে ক্যানিং মহকুমা শাসক অদিতি চোধুরী।এছাড়া উপস্থিত ছিলেন জেলার বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শৈবাল লাহিড়ী,জেলা পরিষদের সদস্য তপন সাহা,ক্যানিং ১ নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্যামলেন্দু মন্ডল প্রমূখ।রায়বাঘিনী থেকে সুসজ্জিত রথে চড়ে মাসীর বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই জগন্নাথ দেবে রথযাত্রার পথ স্বচ্ছ করতে ঝাড়ু দিয়ে রাজপথ পরিষ্কার করেন প্রাক্তন আইপিএস অফিসার বিরিঞ্চী দেবনাথ।আর রথযাত্রা ঘিরে হাজার হাজার মানুষের ঢল নামে ক্যানিং শহর জুড়ে।ক্যানিং শহরের দীর্ঘ প্রায় চার কিলোমিটার রাজপথ পরিক্রমা করে স্পোর্টস কমপ্লেক্স মাঠ সংলগ্ন এলাকায় রথ পৌঁছায়।এদিন প্রভু জগন্নাথ দেবের দর্শন ও মাসীর বাড়ীতে নিয়ে যাওয়ার জন্য রথের রশিতে হাত দিয়ে টেনে নিয়ে যায় সুন্দরবনের বিভিন্ন প্রান্তের হাজার হাজার ভক্তগণ।মাসীর বাড়িতে নয় দিন থাকবেন প্রভু জগন্নাথ,যার ফলে সেজে উঠেছে মাসীর বাড়ী এলাকা। চলছে রথের মেলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।বসেছে হরেক রকমের দোকানপাট।ক্যানিং মহকুমা রথযাত্রার এই মেলা চলবে আগামী ১২জুলাই পর্যন্ত।এছাড়া এদিন তালদি অঞ্চলে বয়স্ক বৃদ্ধা, বৃদ্ধ ও কচিকাচারা ছোট ছোট রথ বের করে মেত ওঠে রথযাত্রায়।
ক্যানিং মহকুমা রথযাত্রায় হাজার হাজার মানুষের ঢল
ক্যানিং|বৃহস্পতিবার এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে পালিত হল একাদশ তম বর্ষের দক্ষিণ ২৪ পরগনার জেলার ঐতিহ্যবাহী ক্যানিং মহকুমা রথযাত্রা।এদিন সকালে শাস্ত্রমতে পূণ্যতিথীতে প্রভু জগন্নাথ,বলভদ্র ও সুভদ্রা দেবীর পুজোর্চনা শুরু হয় ক্যানিং রায়বাঘিনীর খাঁড়াপাড়ার রথতলায় জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গনে।প্রভু জগন্নাথ দেবের পুজোর্চনা শেষ হয়।এরপর বিকালে প্রভু জগন্নাথ দেবের সুসজ্জিত রথের উপর গঙ্গাজল দিয়ে পবিত্র করে ভগবান শ্রীশ্রী জগন্নাথ দেব ও বলভদ্র এবং সুভদ্রা দেবী কে রথের উপর আনয়ন করেন মাসির বাড়ির (গুন্ডিচা)উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য।শুভ রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা করে ক্যানিং মহকুমা শাসক অদিতি চোধুরী।এছাড়া উপস্থিত ছিলেন জেলার বিদ্যুৎ কর্মাধ্যক্ষ শৈবাল লাহিড়ী,জেলা পরিষদের সদস্য তপন সাহা,ক্যানিং ১ নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্যামলেন্দু মন্ডল প্রমূখ।রায়বাঘিনী থেকে সুসজ্জিত রথে চড়ে মাসীর বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই জগন্নাথ দেবে রথযাত্রার পথ স্বচ্ছ করতে ঝাড়ু দিয়ে রাজপথ পরিষ্কার করেন প্রাক্তন আইপিএস অফিসার বিরিঞ্চী দেবনাথ।আর রথযাত্রা ঘিরে হাজার হাজার মানুষের ঢল নামে ক্যানিং শহর জুড়ে।ক্যানিং শহরের দীর্ঘ প্রায় চার কিলোমিটার রাজপথ পরিক্রমা করে স্পোর্টস কমপ্লেক্স মাঠ সংলগ্ন এলাকায় রথ পৌঁছায়।এদিন প্রভু জগন্নাথ দেবের দর্শন ও মাসীর বাড়ীতে নিয়ে যাওয়ার জন্য রথের রশিতে হাত দিয়ে টেনে নিয়ে যায় সুন্দরবনের বিভিন্ন প্রান্তের হাজার হাজার ভক্তগণ।মাসীর বাড়িতে নয় দিন থাকবেন প্রভু জগন্নাথ,যার ফলে সেজে উঠেছে মাসীর বাড়ী এলাকা। চলছে রথের মেলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।বসেছে হরেক রকমের দোকানপাট।ক্যানিং মহকুমা রথযাত্রার এই মেলা চলবে আগামী ১২জুলাই পর্যন্ত।এছাড়া এদিন তালদি অঞ্চলে বয়স্ক বৃদ্ধা, বৃদ্ধ ও কচিকাচারা ছোট ছোট রথ বের করে মেত ওঠে রথযাত্রায়।