করোনার থাবায় বন্ধ খেলা
নুরসেলিম লস্কর
বাসন্তী| করোনার থাবা আগেই পড়েছিল খেলাতে,আক্রান্ত হচ্ছিলো বহু খেলোয়াড় আর এবার করোনার জন্য বন্ধ হয়ে গেল চোরাডাকাতিয়া সুন্দরবন মোহনবাগান ফ্যানস ক্লাবের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, বস্ত্র বিতরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠান সুন্দরবনের সমস্ত ক্রীড়া অনুষ্ঠান গুলির মধ্যে অন্যতম একটি ক্রীড়া অনুষ্ঠান। সুন্দরবন মোহনবাগান ফ্যানস ক্লাবের এই অনুষ্ঠান দেখার জন্য সারা বছর অপেক্ষা করে থাকে সাধারণ মানুষজন, এই অনুষ্ঠানের মূল আকর্ষণ মহিলা ফুটবল প্রতিযোগিতা। প্রতিবছরের মতো এবছরে ও ইংরেজি ৮ ও ৯ই জানুয়ারি তে হওয়ার কথা ছিল এই অনুষ্ঠান কিন্তূ বর্তমান করোনা পরিস্থির কারণে বিজ্ঞপ্তি দিয়ে এই ক্রীড়া অনুষ্ঠান বন্ধের কথা বৃহস্পতিবার ঘোষণা করে দিলেন সুন্দরবন মোহনবাগান ফ্যানস ক্লাবের ক্রীড়া সম্পাদক গৌতম মাইতি। যদিও এতে হতাশ হওয়ার কারণ নেই ক্রীড়া প্রেমী মানুষ দের কারণ ক্লাবের ক্রীড়া সম্পাদকের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা আছে পরিস্থিতি স্বাভাবিক হলে এই অনুষ্ঠান আবার আয়োজন করা হবে।
এব্যাপারে সুন্দরবন মোহনবাগান ফ্যানস ক্লাবের ক্রীড়া সম্পাদক গৌতম মাইতি জানান, “আমাদের কাছে অনুষ্ঠানের থেকে মানুষের জীবনের দাম অনেক বেশি তাই বর্তমান করোনা পরিস্থিতির উপর ভিত্তি করে আমাদের এই সিদ্ধান্ত”। আর সুন্দরবন মোহনবাগান ফ্যানস ক্লাবের এই সিদ্ধান্ত কে কুর্নিশ জানিয়ে সুন্দরবনের বিশিষ্ট সমাজসেবী লোকমান মোল্লা বলেন,” বর্তমানে যখন পুলিশ কে লাঠি হাতে মানুষ কে ম্যাক্স পড়তে বলতে হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে সুন্দরবন মোহনবাগান ফ্যানস ক্লাবের এই সিদ্ধান্ত আগামী দিনে সমাজ কে পথ দেখাবে বলে আমি মনে করি, সেই সঙ্গে ক্লাবের সকলকেই এই সিদ্ধান্ত নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই “।