রিলস বানানোর নাম করে অশ্লীল ভিডিও ও ধর্ষণ ! পক্সো আইনে গ্রেফতার ইউটিউবার বাবা-ছেলে।

রিলস বানানোর নাম করে অশ্লীল ভিডিও ও ধর্ষণ! পক্সো আইনে গ্রেফতার ইউটিউবার বাবা-ছেলে।


সুন্দরবন টিভি নিউজ ডেক্স, বসিরহাট : রিলস ভিডিও বানানোর নাম করে নাবালিকা ছাত্রীর অশ্লীল ভিডিও তুলে ব্ল্যাকমেল ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার হল ইউটিউবার বাবা-ছেলে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার বাছরা মোহনপুর এলাকায়। গ্রেফতার হয়েছে বছর ১৭-র সায়ন মণ্ডল ও তার বাবা বছর ৪৮-এর অরবিন্দ মণ্ডল।

     অভিযোগ, নবম শ্রেণির ওই নাবালিকাকে নাচ-গানের রিল তৈরির প্রলোভন দেখিয়ে সায়ন প্রথমে অশ্লীল ভিডিও ধারণ করে। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জোর করে ধর্ষণ করে এবং মাথায় সিঁদুর পরিয়ে বিয়ের ভান করে বলে অভিযোগ। পরবর্তীতে ভিডিওটি ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেল করতে থাকে। আরও অভিযোগ, অভিযুক্তের বাবা অরবিন্দ মণ্ডলও সুযোগ নিয়ে ওই নাবালিকাকে ধর্ষণ করে। জানা গিয়েছে, সায়ন ও অরবিন্দ দুজনেই জনপ্রিয় ইউটিউবার। তাদের সোশ্যাল মিডিয়ায় প্রায় ৪৫ লক্ষ ফলোর্স রয়েছে। রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় রিলস বানিয়ে জীবিকা নির্বাহ করত তারা। সেই সূত্রে একই এলাকার ওই ছাত্রীর সঙ্গে তাদের পরিচয় হয়। আর এই ঘটনার পরে পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের হতেই হাড়োয়া থানার পুলিশ দ্রুত অভিযুক্ত দুজনকেই গ্রেফতার করে। রবিবার অরবিন্দ মণ্ডলকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়, পুলিশ তার পাঁচ দিনের হেফাজত চেয়েছে।

অন্যদিকে, কিশোর সায়নের বয়স ১৭ বছর ৯ মাস হওয়ায় তাকে সল্টলেকের জুভেনাইল কোর্টে পাঠানো হয়েছে। অন্যদিকে, নাবালিকার পরিবারের দাবি, “অভিযুক্তদের কঠোরতম শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের জঘন্য কাজ করার সাহস না পায়।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন