ক্যানিং হাসপাতালের রাস্তা মেরামত করলেন সমাজসেবী

 ক্যানিং হাসপাতালের রাস্তা মেরামত করলেন সমাজসেবী

নুরসেলিম লস্কর

ক্যানিং : শুক্রবার সকালে ক্যানিং মহাকুমা হাসপাতালের রাস্তা মেরামত করালেন সুন্দরবনের বিশিষ্ট সমাজ সেবী তথা কবি ফারুক আহমেদ সরদার। বাসন্তী, গোসাবা ও ক্যানিং ব্লকের সমস্ত মানুষদের এই হাসপাতালের উপর নির্ভর করে থাকতে হয় তাদের চিকিৎসা ব্যবস্থা জন্য।সুন্দরবনের মানুষের চিকিৎসার একমাত্র ঠিকানা এই হাসপাতাল বললেও ভুল বলা হবে না। কিন্তূ যে হাসপাতালে তিন চারটি ব্লকের মানুষের চিকিৎসা ব্যবস্থা নির্ভর করে সেই হাসপাতালের একটি রাস্তার বেহাল অবস্থা দেখা দিয়েছিলো, দীর্ঘ দিন ধরে বার বার জানানো সত্ত্বেও কোন রকম ভাবে সেই রাস্তা ঠিক হচ্ছিলো না। ক্রমাগত সমস্যায় পড়ছিলো হাসপাতালে আসা রুগী ও তাদের পরিবার পরিজনরা। সেই খবর সমাজ সেবী তথা কবি ফারুক আহমেদ সরদারের কানে যেতেই তিনি নিজে শুক্রবার সকালে লোকজন নিয়ে গিয়ে সেই রাস্তা মেরামত করলেন। রাস্তা মেরামত হয়ে যাওয়ার ফলে স্বাভাবিক ভাবে খুশি হাসপাতালে আসা রুগী ও রুগীর পরিবার পরিজনরা।

   সমরেশ মন্ডল নামের একজন রুগীর আত্মীয় বলেন, আমি কয়েকদিন আগে এসেছিলাম এই হাসপাতাল তখন এই রাস্তা দিয়ে যেতে ভয় লাগছিলো কিন্তূ আজ এসে দেখলাম রাস্তা ভালো করে সেরে দেওয়া হয়েছে, দেখে ভালো লাগছে এবং ফারুক বাবু কে এই কাজের জন্য অনেক অনেক ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন