নুরসেলিম লস্কর,বারুইপুর :২৭ সেপ্টেম্বর,মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার বারাইপুরে অনুষ্ঠিত হলো যুব উৎসব ২০২২। ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রকের অধীনস্থ সংস্থা বারাইপুর যুব নেহেরু কেন্দ্রের উদ্যোগে এই যুবক উৎসব অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দিনের এই যুব উৎসবের শুভ সূচনা করেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সেক্রেটরি স্বামী সর্ব লোকানন্দজী মহারাজ।
বারাইপুর নেহেরু যুব কেন্দ্রের এই যুব উৎসব এদিন দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত ব্লক থেকে স্কুল ছাত্র-ছাত্রীদের পাশাপাশি প্রায় 300 জন যুবক-যুবতী প্রতিযোগী ফটোগ্রাফি,পেন্টিংস,বক্তিতা দেওয়া ও নাচ, গান সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে প্রত্যেক প্রতিযোগিতার প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীর হাতে এদিন পুরস্কার তুলে দেয়া হয় বারাইপুর যুব নেহেরু কেন্দ্রের তরফ থেকে। এদিনের এই যুব উৎসবে অতিথি এবং বিচারক হিসাবে উপস্থিত এসেছিলেন বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা যেমন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি সর্ব লোকানন্দজী মহারাজ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রিন্সিপাল একাচিত্তানন্দ মহারাজ, রাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহা, প্রাক্তন পুলিশ অধিকারীক অরিন্দম আচার্য, শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক অমল নায়েক ও বারুইপুর নেহেরু যুব কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর ডক্টর রজত শুভ্র নস্কর সহ আরো বিশিষ্টজনেরা।
বিজ্ঞাপন
এদিনের এই যুব উৎসবের শুভ সূচনা করার সময় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি সর্ব লোকানন্দজী মহারাজ বলেন, ” স্বামী বিবেকানন্দ ভারত ভ্রমণের পর খুবই ব্যথিত হয়ে বলেছিলেন আমার ভারত এখনো গভীর নিদ্রায় নিমজ্জিত রয়েছে। কারণ তিনি দেখেছিলেন ভারতের যুবসমাজ তখনো সমাজের অগ্রগতির জন্য এগিয়ে আসেনি। তাই আমি আজ এখানে উপস্থিত সমস্ত যুবক-যুবতীদের উদ্দেশ্যে বলবো সমাজকে এগিয়ে নিয়ে যেতে গেলে যুবসমাজ কে এগিয়ে আসতে হবে এবং স্বামীজীর ভাবধারাকে সামনে রেখে চলতে হবে “। স্বামী সর্ব লোকানন্দজী মহারাজ ছাড়াও এদিনের অতিথি হিসেবে উপস্থিত দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহা বলেন,” আমরা দেখি মানুষ এই সমস্যা ওই সমস্যার কথা বলে! কিন্তু কাউকে দেখি না যে কেউ সেই সমস্যা সমাধান করতে এগিয়ে আসে। তাই আমার মনে হয় এখন সময় হয়েছে আমাদের যুব সমাজকে এগিয়ে আসার এবং সঠিক ভাবে স্বামীজী, নেতাজী দের মতাদর্শগুলিকে সামনে রেখে নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার “।