Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

সম্প্রীতির অনন্য নজির সুন্দর বনে

 সম্প্রীতির অনন্য নজির সুন্দর বনে নুরসেলিম লস্কর, গোসাবা,দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা থানার বালি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সত্য নারায়ণপুর এলাকায় তাদের এ বছরে কালী প্রতিমার ১০০ বছর পদার্পণ করল। আর এই শতবর্ষের পুজাতে কালী পুজার শুরুর দিন থেকে রবিবার সন্ধ্যার বিসর্জন পর্যন্ত এখানে হিন্দু মুসলিম একত্রিত হয়ে  কালী পূজার আরাধনায় মেতে ওঠে। কালী পূজার দিনে এখানে আছড়ে পড়ার কথা ছিল ঘূর্ণিঝড় আর সেই ঘূর্ণিঝড় কে মোকাবিলা করতে প্রস্তুত ছিলেন হিন্দু, মুসলিম একত্রিত হয়ে হাতে হাত রেখে । কেবল কালী প্রতিমাকে রক্ষা করতে । সত্যনারায়ণ পুর এলাকায় সর্বজনীয় শ্যামা পূজোর সভাপতি অঞ্জন কুমার পতি তিনি বলেন কালী পূজা থেকে শুরু করে আজ বিসর্জন রবিবার পর্যন্ত মানুষের বস্তবিতরণ থেকে সাংস্কৃতিক ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য ,যাত্রা, নাটক রামায়ণ, এখানে হয়ে থাকে এখানে হিন্দু মুসলিম একত্রিত হয়ে মাকে আরাধনা করেন। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এখানে মন্ডপ এবং পূজার্চনা দেখতে আসেন।আর প্রত্যন্ত সুন্দরবনের এই সম্প্রীতির দৃশ্য বিশেষ করে নজর কেড়েছে পূজা দেখতে আসা দর্শনার্থীদের।

   সেরকম এক পূজা দেখতে আসা মুসলিম সম্প্রদায়ের দর্শনার্থী আমান সেখ বলেন, " আমাদের প্রত্যন্ত সুন্দরবনের গোসাবার এই বালি দ্বীপের এই পূজাতে আমরা মুসলিম, হিন্দু,শিখ,জৈন,বৌদ্ধ সর্ব ধর্মের মানুষ এই পূজা দেখতে আসে এবং আনন্দ উপভোগ করে। আমরা এখানে সবাই মিলে একসাথে পুজোর আনন্দ উপভোগ।

Post a Comment

0 Comments