সুন্দরবনে পাঁচজন বাংলাদেশী অনুপ্রবেশকারী কে আটক করলো বনদপ্তর

 সুন্দরবনে পাঁচজন বাংলাদেশী অনুপ্রবেশকারী কে আটক করলো বনদপ্তর

নুরসেলিম লস্কর, সুন্দরবন : গতকাল বিকালে স্বপন কুমার মাঝি নামের একজন ফরেস্ট রেঞ্জ অফিসার, ন্যাশনাল পার্ক ইস্ট রেঞ্জ এর কাছে এসে পাঁচ জন অনুপ্রবেশকারী বাংলাদেশী  প্রায় সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ  বাগমারা চার নম্বর এবং বাগমারা পাঁচ নম্বর বগিতে টহল দেওয়ার সময় যা সুন্দরবন টাইগার রিজার্ভের মূল এলাকা। , বন কর্মকর্তারা একটি নৌকাকে সন্দেহজনকভাবে ঘুরতে দেখেন। জিজ্ঞাসা করা হলে ওই নৌকায় আরোহী পাঁচজনের সবাই বাংলাদেশের নাগরিক, ১. অলিউর রহমান ২. মো. আসাদুল ৩. মো. মফিজুর ৪. সাইদুল্লা এসকে ৫. আলম গাজী এবং তারা অবৈধভাবে ভারতীয় ভূখন্ডে প্রবেশ করেছে বলে জানান। একটি নৌকা প্লাস্টিকের চার ড্রামে মধু বোঝাই (প্রত্যেকটিতে প্রায় 40 কেজি) উদ্ধার করে বনদপ্তর এবং ঐদিনে বনদপ্তরের পক্ষ থেকে সুন্দরবন কোস্টাল থানায় একটি লিখিত অভিযোগ জমা দেয় যে অবৈধভাবে মধু সংগ্রহ করায় তদনুসারে বন কর্মকর্তারা পাঁচজন বাংলাদেশী নাগরিককে আটক করে করে এবং উপরোক্ত উল্লেখিত নিবন্ধগুলি জব্দ করে সেই অনুসারে অভিযোগ দায়ের করে সুন্দরবন কোস্টাল থানাতে তুলে দেওয়া হয়। পাঁচ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী কে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন