মাদার আর্থ ডে অনুষ্ঠিত হলো টালিগঞ্জে
বাবলু হাসান লস্কর
টালিগঞ্জে ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে 2023- উদযাপন করল সিনি নামে একটি সংগঠনের সদস্যরা।এই অনুষ্ঠানে শিশু কিশোর কিশোরী এবং সাধারণ মানুষজন অংশগ্রহণ করেন। ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে 2023-এর এই বছরের থিম হল “আমাদের প্ল্যানেটে বিনিয়োগ করুন”, প্রতি 22শে এপ্রিল, পৃথিবী দিবসে জলবায়ু সংক্রান্ত পদক্ষেপকে এগিয়ে নিতে একত্রিত হয় সারা পৃথিবীর মানুষ।
অঞ্চলের ইমাম জানান সারা পৃথিবীর যেভাবে ক্রমশ জলবায়ু পরিবর্তনের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে তার জন্য এখনই আমাদের পদক্ষেপ নেওয়া উচিত এবং আজ ঈদের মতো পবিত্র দিনে তাই সমস্ত মুসলিম সম্প্রদায়ের তরফে তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সিনির প্রতিনিধি সুজয় রায় জানান পাড়া থেকে শুরু করে আন্তর্জাতিক স্তর পর্যন্ত সমস্ত ব্যক্তি মানুষ, সরকার বিশেষ করে যুব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে আগামী দিনে জলবায়ু সংক্রান্ত সমস্যার সমাধানে এবং ভাবতে হবে উদ্ভাবনী এমন কিছু যাতে আমরা ফিরিয়ে দিতে পারি সেই সবুজ পৃথিবীকে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য।
পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন পরিবেশ সচেতনতা মূলক কর্মসূচির পাশাপাশি সিনির মতন স্বেচ্ছাসেবী সংগঠনের এই ধরনের সচেতনতা মূলক ক্যাম্পেন পরিবেশ সংক্রান্ত আন্দোলনকে আরো জোরদার করবে বলে মনে করা হচ্ছে।