স্পেশাল অলিম্পিয়ানদের সংবর্ধনা বাসন্তীর মায়া স্পোর্টস অ্যাকাডেমির।

স্পেশাল অলিম্পিয়ানদের সংবর্ধনা বাসন্তীর মায়া স্পোর্টস অ্যাকাডেমির

নুরসেলিম লস্কর, বাসন্তী : চলতি বছরের ১৪ই জুন থেকে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হওয়া স্পেশাল অলিম্পিকে অংশ নেওয়া বাংলার চার সফল খেলোয়াড় কে সংবর্ধিত   করলো বাসন্তীর মায়া স্পোর্টস  অ্যাকাডেমি। প্রবাসী বাঙালি তথা বর্তমানে ব্রিটেন নিবাসী সিংহ রায় পরিবারের সহায়তায় বাসন্তীর রানীগড় গ্রামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী,রানীগড়,গোসাবা মতো পিছিয়ে পড়া এলাকার দরিদ্র পরিবারের শিশুদের পাশে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে দাঁড়াতে দেখা গিয়েছে এই সিংহরায় পরিবার কে। যেমন, এই প্রবাসী বাঙালি সিংহ রায় পরিবারের সর্বময় কর্তা লেখক হিরন সিংহ রায়ের একমাত্র কন্যা মায়া সিংহ রায় তার মাত্র ১৭ বছর বয়স থেকে নারী পাচার প্রবণ সুন্দরবনের অসহায় দরিদ্র পরিবারের মেয়েদের মানসিক ও শারীরিক সমদক্ষতা বৃদ্ধির জন্য সুন্দরবনের বাসন্তী, রানীগড়,বীরভূম মতো এলাকার মহিলাদের জন্য ফুটবল অনুশীলন থেকে শুরু করে পুষ্টিকর খাবারের ব্যবস্থা করার পাশাপাশি সেই সঙ্গে তাদেরকে পড়াশোনা ও আধুনিক শিক্ষার আঙিনায় আনতে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থাও করে আসছেন। দীর্ঘ সাত বছর ধরে। আর মায়ার এই দীর্ঘ সাত বছরের সমাজ সেবার ফল হয়তো এবার পেল ভারত। সর্বশিক্ষা মিশনের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পূর্ণ দের মধ্যে থেকে বীরভূমের মায়া স্পোর্টস অ্যাকাডেমি তিন বঙ্গ কন্যা সোনালী হেমব্রম, পাপিয়া মুর্মু ও ইতি মাল সহ এক বঙ্গ সন্তান আব্দুল কাদের কে জার্মানির বার্লিনে ভারতীয় মহিলা ফুটবল দল ও পুরুষ ফুটবল দলের প্রতিনিধিত্ব করতে পাঠানো হয়। আর বার্লিনে যাতায়াত থেকে শুরু করে এই চার প্রতিভাবান খেলোয়াড়ের প্রায় সমস্ত রকম সাহায্য করে মায়া স্পোর্টস অ্যাকাডেমি বা সিংহরায় পরিবার। জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হওয়া এই স্পেশাল অলিম্পিকে ভারত ছাড়াও জার্মানি,দক্ষিণ আফ্রিকা সহ আমেরিকার মতো বিভিন্ন দেশও অংশগ্রহণ করে। আর এই প্রতিযোগিতায় সোনালী,পাপিয়া,ইতিদের ফুটবল দল সেমিফাইনালে জার্মানির কাছে পরাজিত হয়ে চতুর্থ স্থান অধিকার করে। আর আব্দুল কাদেরের অধিনায়ক্তে ভারতীয় পুরুষ ফুটবল দল চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক পায়।

   

 

তাই এদিন বিশ্বের মঞ্চে ভারত কে গৌরবান্বিত করা এই চার অলিম্পিয়ান কে বাসন্তী মায়া স্পোর্টস অ্যাকাডেমির তরফ থেকে সোনালী, ইতি, আব্দুল কাদের দের হাতে পনেরো হাজার টাকার চেক সহ পুষ্প-স্তবক, উত্তরীয় তুলে দিয়ে এক বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পেশাল অলিম্পিকের রাজ্য ক্রীড়া অধিকর্তা শুকদেব চক্রবর্তী, মায়া স্পোর্টস অ্যাকাডেমি ফুটবল প্রশিক্ষক দেবাশীষ দাস, সুন্দরবন আদর্শ বিদ্যানিকেতনের শিক্ষক নিশিকান্ত দাস, বাসন্তী মায়া স্পোর্টস অ্যাকাডেমির কর্মকর্তা নাসের আলী সহ আরো বিশিষ্ট জনেরা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন