ঝড়খালিতে মশার লার্ভা ধ্বংস করতে গাপ্পি মাছ ছাড়া হল ।

 ঝড়খালিতে মশার লার্ভা ধ্বংস করতে গাপ্পি মাছ ছাড়া হল 


পলাশ তরফদার : ঝড়খালী : দক্ষিণ  ২৪ পারগনার জেলার বাসন্তী ব্লকের ঝড়খালি তে ডেঙ্গু নির্মূল কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। মূলত আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই চার মাস মশাবাহিত রোগ বাড়ার সম্ভাবনা প্রবাল। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ডেঙ্গু নিধন মশাবাহিত রোগজীবাণু ধ্বংস করার উদ্যোগ নিয়ে মশার লার্ভা মারার জন্য এলাকার ডোবা, ছোট ছোট জলাশয় এবং আইসিডিএস সেন্টার, এসএসকে স্কুল, প্রাইমারি ও হাই স্কুল উপস্বাস্থ্য কেন্দ্রের সাব সেন্টার গুলিতে চুন ব্লিসিং ও ঔষধ স্প্রে করে ডেঙ্গু লার্ভা ধ্বংস  করার কাজ চলছে ঝড়খালি তে। মশা বাহিতো রোগ জীবাণ একেবারে নির্মূল করতে এলাকায় যে সমস্ত ছোট-বড় জলাশয় রয়েছে কিংবা মশার আতুরঘর সেই সব নোংরা জলাশয় গুলিতে গাপ্পি মাছ ছাড়ার উদ্যোগ নিল ঝড়খালি গ্রাম পঞ্চায়েত।এই গাপ্পি মাছ প্রতিদিন কুড়ি থেকে ত্রিশ হাজার মশা লার্ভা খেয়ে বংশবৃদ্ধি কমায়। গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি সন্তু ব্যানার্জি জানান ডেঙ্গু রুখতে এখন বিভিন্ন জলাশয় গুলিতে এই গাপ্পি মাছ ছাড়তে হবে।এই রঙিন প্রজাতির গাপ্পি মাছ চার পাঁচ মাসে পূর্ণবয়স্ক হলে ৪ থেকে ৬ ইঞ্চি লম্বা হয়। গ্রামীণ সম্পদ কর্মী সুপার ভাইজার মনোরঞ্জন দাস বলেন ঝড়খালি গ্রাম পঞ্চায়েতে ডেঙ্গু নিধনের এমন অভিনব উদ্যোগ এবং আগামী দিনগুলোতে এলাকা পরিচ্ছন্নতার ওপর জোর দেয়া হবে। খুশি এলাকার সাধারণ মানুষ জন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন