সুন্দরবনে উদ্ধার বিশালাকৃতির পাইথন!
নুরসেলিম লস্কর : প্রচলিত আছে, জলে কুমির আর ডাঙায় বাঘের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করতে হয় সুন্দরবনে বসবাসকারী সাধারণ মানুষজনদের।
কিন্তূ বৃহস্পতিবার সাঁঝ সকালে জলে কুমিরের বদলে লড়াই করতে হলো এক বিশালকার পাইথনের সাথে। ঘটনা টি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমাতে।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনকার মতো পাথরপ্রতিমার উপেন্দ্র নগরের বাসিন্দা শঙ্কর সামন্ত তাঁর ফিশারিতে জাল ফেলে মাছ ধরতে গিয়েছিলেন। কিন্তূ জাল তুলতেই তিনি দেখেন বিশালকার একটি সাপ তার জালে আটকে গিয়েছে। অত বড় সাপ দেখে প্রথমে,কার্যত আতঙ্কে শিউরে উঠেছিলেন ওই ব্যক্তি। রীতিমতো তিনি চিৎকারও করতে শুরু করে দেন ।
তাঁর চিৎকার শুনে সেখানে ছুটে আসেন আশেপাশের স্থানীয়রা। আর তার পর সাপটিকে দেখার জন্য সেখানে প্রচুর মানুষের ভিড় জমে থাকে ধীরে ধীরে । তার পর খবর পেয়ে ঘটনা স্থলে আসেন বনদফতরের কর্মীরা । তার পর সাপ টি কে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যান তারা । তবে ওই এলাকায় কীভাবে এত বড় সাপ এল? তা নিয়ে রীতিমতো আতঙ্কিত স্থানীয় মানুষজন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যও ছড়িয়েছে। একইসঙ্গে আতঙ্কিত সেখানকার মানুষজন। বনদফতর সূত্রে জানা গিয়েছে, এটি একটি বার্মিজ পাইথন বলে । যার দৈর্ঘ্য প্রায় ১২ ফুট লম্বা। সাধারণত বার্মিজ পাইথন সুন্দরবনে দেখা যায় না। এর আগে ঠিক কবে এই প্রজাতির সাপ সুন্দরবনের জঙ্গল বা জঙ্গল লাগোয়া গ্রামে ধরা পড়েছে তা মনে করতে পারছেন না বনকর্মীরাও। তবে প্রকাণ্ড এই সাপ তাহলে কোথা থেকে এল? বনকর্তাদের অনুমান, পড়শি বাংলাদেশের জঙ্গল থেকে সম্ভবত এই বার্মিজ পাইন সাপটি ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকায়। বনদপ্তর সূত্রে এও জানানো হয়েছে যে, স্বাস্থ্য পরীক্ষার পর সাপটিকে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে ।