রাজ চক্রবর্তীর “আবার প্রলয়ের” পর সিনেমাপ্রেমীদের মনে ঝড় তুলতে চলেছে পরিচালক প্রণব রায়ের নতুন ছবি ” আপাত সাধারণের গপ্পো ” !
নুরসেলিম লস্কর, বাসন্তী : বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়ার আগে বাংলার সিনেমা প্রেমীদের জন্য নতুন চমক দিতে চলেছেন পরিচালক প্রণব রায়। কিছুদিন আগেই টলিউডের বিশিষ্ট পরিচালক রাজ চক্রবর্তীর সুন্দরবন কেন্দ্রিক স্বল্পদৈর্ঘ্যের ছবি ” আবার প্রলয় ” ঝড় তুলেছিল বাংলার সিনেমা প্রেমীদের মনে। আর সেই ঝড়ের রেস্ কাটছে না কাটতেই সিনেমা প্রেমীদের দুয়ারে হাজির প্রণব রায়ের পরিচালিত সুন্দরবন কেন্দ্রিক স্বল্পদৈর্ঘের নতুন ছবি ” আপাত সাধারণের গপ্পো “।
ক্রিয়েটিভ ওঁম প্রোডাকশনের এই ছবি দূর্গা পূজার ঠিক আগেই আগামী ২ রা অক্টোবর বাংলার আপামোর সিনেমা ভক্তদের শারদীয়ার শুভেচ্ছা জানাতে বাংলা চলচ্চিত্রের ছোট পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছে। এদিন পরিচালক প্রণব রায়ের প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তীর আমঝাড়া গ্রামের নিজস্ব বাড়িতে বাবা মাকে সঙ্গে নিয়ে এই ছবির পোস্টার উন্মোচন করার সময়, এই সিনেমা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছিলেন যে, ” আপাত সাধারণের গপ্পো ” শুধুমাত্র একটি সিনেমা নয় ! আমার এই ছবির নামের “গপ্পো” শব্দটা হয়তো তার কিছুটা প্রমাণ করছে। আমার এই ছবিটি দেখলে সিনেমা প্রেমীরা, বিশেষ করে সুন্দরবনের সিনেমা প্রেমীরা হয়তো নিজেদের সাথে আমার ছবির কাল্পনিক চরিত্র গুলির সাথে খুব ভালোভাবে একাত্ম হতে পারবেন! সেই সঙ্গে নিজের বাবা-মা কে এই ছবি উৎসর্গ করার পাশাপাশি এই ছবির পদে পদে যে দর্শকদের জন্য লুকিয়ে রয়েছে নানান রহস্য, সাসপেন্স তা কিন্তু খলসা করে না বলতে চাইলেও তার কিছুটা ইঙ্গিত দিয়ে রাখলেন সুন্দরবনের ভূমিপুত্র, পরিচালক প্রণব রায়।
তাই তিনি বাংলা ছবির সমস্ত দর্শকদের উদ্দেশ্যে বলেন ছবিটি দেখুন, দেখলে তবেই বুঝতে পারবেন ” সুন্দরবনের মানুষের আসল জীবন কথা “। এ বিষয়ে উল্লেখ্য যে, বেশ কিছুদিন আগেই পরিচালক প্রণব রায়ের তৈরি করা সুন্দরবনের উপর একটি ডকুমেন্টরী ফিল্ম রীতিমতো হইচই ফেলে দিয়েছিল বাংলা চলচ্চিত্র জগতে। যার জন্য বেশ কিছু ফিল্ম ফেস্টিভ্যালেও বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত হন প্রণব বাবু।আর পার্বতী মোদকের কাহিনী ও চিত্রনাট্যের এই ছবিতে বাংলা সিনেমার দর্শকদের জন্য সবচেয়ে খুশির খবর হল রাজ চক্রবর্তীর “আবার প্রলয়” ছবিতে শাশ্বত চ্যাটার্জির পাশাপাশি অভিনয়ে দর্শকদের প্রশংসা কুড়ানো অভিনেতা সজল মন্ডল ও বর্তমান বাংলা থিয়েটার তথা বাংলা টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ঋত্বিকা নাথ রয়েছেন এই ছবির মুখ্য দুই ভূমিকায়। যা এই ছবির ক্ষেত্রে আলাদা একটি মাত্রা যোগ করতে পারে বলে মনে করছে বাংলার চলচ্চিত্র মহল। আর এদিনের এই ছবির পোস্টার রিলিজের দিনে ছবির পরিচালক প্রণব রায়ের সাথে উপস্থিত ছিলেন এই ছবির মুখ্য দুই অভিনেতা সজল মন্ডল ও অভিনেত্রী ঋত্বিকা নাথ সহ ছবির চিত্রগ্রাহক আকাশদ্বীপ সিংহ, প্রসেনজিৎ আরিয়ানরা।