বাসন্তীতে নির্মম ঘটনা! স্ত্রী কে কুপিয়ে খুনের চেষ্টা স্বামীর
নূর সেলিম লস্কর, বাসন্তী: বৃহস্পতিবার সন্ধ্যায় এক নির্মম ঘটনার সাক্ষী থাকলো বাসন্তীবাসী। এদিন সন্ধ্যা ৭টা নাগাদ নিজের স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো খোদ স্বামীর বিরুদ্ধে । এদিন এই নির্মম ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের সোনাখালী এলাকায়। পারিবারিক অশান্তির জেরে বেশ কিছুদিন যাবৎ বাপের বাড়িতে থাকতেন ঐ গৃহবধূ আমিনা মোল্লা। কিন্তূ এদিন সন্ধ্যায় হঠাৎ শশুরবাড়িতে এসে হাজির হন আমিনার স্বামী সফিকুল মোল্লা।
সেখানে গিয়ে প্রথমে সে তার স্ত্রীর সঙ্গে বসে গল্প করতে থাকে। তার মধ্যেই হঠাৎ করে ধারালো অস্ত্র বের করে আমিনা কে কোপাতে থাকে সফিকুল বলে অভিযোগ ঐ মহিলার পরিবারের। এরপর সেখান থেকে রক্তাক্ত অবস্থায় আহত ঐ গৃহবধূকে উদ্ধার করে বাসন্তী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে তার পরিবার। এখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা । আর এই ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত সফিকুল মোল্লা। সেই সঙ্গে এই ঘটনার খবর পাওয়ার পর বাসন্তী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আসেন বাসন্তী থানার পুলিশ এবং এই ঘটনার অভিযোগ পাওয়ার পর গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ