ঝড়খালীতে আয়োজিত হল বিদ্যাসাগর কাপ ফুটবল টুর্নামেন্ট

পলাশ তরফদার,সুন্দরবন টিভি: ঝড়খালীঃ দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী ব্লকের ঝড়খালি গ্রাম পঞ্চায়েতের হেড়োভাঙ্গা বিদ্যাসাগর বিদ্যামন্দিরের উদ্যোগে আয়োজিত হল বিদ্যাসাগর কাপ ফুটবল টুর্নামেন্ট । এই খেলায় অংশগ্রহণ করেছিলেন বাসন্তী ব্লকের আটটি স্কুলের ছাত্র-ছাত্রীরা । স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে খেলার প্রতি আগ্রহ বাড়াতে এবং শারীরিক বিকাশের লক্ষ্যে এই খেলার আয়োজন করেছেন স্কুল কতৃপক্ষ । এই বছর বিদ্যাসাগর কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় বছর । খেলায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা নিজেদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি তাদের পারদর্শিতা দেখিয়েছেন এদিন ।

ঝড়খালীতে আয়োজিত হল বিদ্যাসাগর কাপ ফুটবল টুর্নামেন্টএকদিকে যেমন স্কুলের ছাত্ররা ফুটবল খেলায় অংশগ্রহণ করেছিলেন আবার অন্যদিকে স্কুলের ছাত্রীরা ও ফুটবল খেলায় অংশগ্রহণ করেছিলেন । যে সমস্ত স্কুলগুলি থেকে ছাত্র ছত্রীরা অংশগ্রহণ করেছিলেন – হিরণ্ময়পুর জয়গোপালপুর নেতাজী বিদ্যাপীঠ , হেড়োভাঙ্গা বিদ্যাসাগর বিদ্যামন্দির , মসজীদবাটি পার্বতী হাই স্কুল , বাসন্তী হাই স্কুল , ত্রিদীবনগর জনকল্যান হাই স্কুল ,নফরঞ্জ বৈদ্যনাথ বিদ্যাপীঠ , সুরেন্দ্রনাথ বালিকা বিদ্যালয়, রাম চন্দ্রখালী নরেন্দ্র শিক্ষা নিকেতন , রাণীগর জ্যোতিষপুর হাই স্কুল । এদিন এই খেলার বিষয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলার স্কুল গেমস এন্ড স্পোর্টসের জয়েন্ট সেক্রেটারি ও মসজীদবাটি পার্বতী হাই স্কুলের শিক্ষক অমরনাথ বলেন “এই খেলার মাধ্যমে স্কুলের ছাত্রছাত্রীরা তারা নিজেদের পড়াশোনার পাশাপাশি খেলার প্রতি তাদের যে দক্ষতা আছে সেটি প্রকাশ ঘটবে । পাশাপাশি শারীরিক বিকাশে এই খেলার একটি আলাদা গুরুত্ব আছে । ছেলেমেয়েদের খেলার প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে । এর ফলে ছাত্র ছাত্রীদের মোবাইলের গেমের প্রতি অনিহা তৈরি হবে যা আমাদের আগামী ভবিষ্যৎ কে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে।ঝড়খালীতে আয়োজিত হল বিদ্যাসাগর কাপ ফুটবল টুর্নামেন্ট

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন